মায়ের বুকের দুধে শিশুর কি কি উপকারিতা?
- কামরুন নাহার স্মৃতি
- জুন ২৩, ২০২০
১. মায়ের দুধে শিশুর জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান সঠিক মাত্রায় থাকে। ৫ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই শিশুর জন্য যথেষ্ট।
২. মায়ের বুকের দুধ পরিষ্কার ও জীবাণুমুক্ত। বায়ু বা পানিবাহিত জীবানু দ্বারা সংক্রমিত হবার সুযোগ নেই।
৩. মায়ের দুধের শিশুর বৃদ্ধি বাড়ে। তাছাড়া স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।
৪. অসুখ হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী থাকার কারণে শিশু তাড়াতাড়ি ভালো হয়ে যায়।
৫. মায়ের দুধ শিশু মৃত্যুর হার কমায়।
৬. মায়ের দুধ সহজে হজম হয়।
৭. মায়ের দুধে পূর্ণমাত্রায় ভিটামিন 'এ' থাকে বলে শিশুর রাতকানা হবার সম্ভাবনা থাকেনা।
৮. এছাড়া পরবর্তীতে শিশুর ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ইত্যাদি ভয়াবহ রোগ হবার সম্ভাবনা কমে যায়।