উপকারী ফল বেদানা যে চার প্রকার মানুষ খেলে হতে পারে হিতে বিপরীত
- কামরুন নাহার স্মৃতি
- নভেম্বর ১৯, ২০২০
উপকারী ফল বেদানা কিছু মানুষ খেলে হতে পারে হিতে-বিপরীত। আসুন আমরা জেনে নেই কাদের বেদানা খাওয়া উচিত নয়...
১. কম রক্তচাপের লোকেদের বেদানা খাওয়া একদম উচিত নয়। আজকালকার জীবনে উচ্চরক্তচাপের বেশিরভাগ মানুষেরই থাকে তাদের জন্য বেদানা একটি আশীর্বাদ। বেদানা সেবনে উচ্চ রক্তচাপের সমস্যা কমে যায় আর আপনার যদি কোন সমস্যা থাকে তাহলে আপনার জন্য বেদানা মারাত্মক ক্ষতিকারক রক্তচাপ কমে যেতে পারে প্রাণ সংশয় হতে পারে।
আরো পড়ুনঃ ৬ - ২৩ মাস বয়সী শিশুদের জন্য মজাদার ফলের পায়েস
২. মানসিক রোগে আক্রান্ত যেসব রোগীরা, যারা নিয়মিত মানসিক রোগের জন্য ওষুধ খান। তাদের জন্য বেদনার প্রায় বিশেষ সমান।
৩. সর্দি-কাশিতে বেদানা খেলে শরীরের আরো ক্ষতি হয় বেদানা ঠান্ডা তাই গরমকালে ফল খাওয়া হয়। যাদের সর্দি কাশি ঠান্ডা লাগে, তাদের বেদানা খাওয়া উচিত নয়। এর ফলে আরো ঠান্ডা লাগতে পারে তাদের বেদনার পরিবর্তে গরম কিছু খাওয়া উচিত।
৪. অ্যালার্জিতে বেদানা খাওয়া ক্ষতিকর। এমন অনেক লোক আছে যাদের ধুলো, বালি বা কোন নোংরাতে অ্যালার্জি আছে তাদের পক্ষে বেদানা খাওয়া ক্ষতিকর। বেদানাতে এমন কিছু উপাদান আছে যা অ্যালার্জির সমস্যাকে বাড়িয়ে তোলে। তাই আপনাদের মধ্যে যদি এই ধরনের কোন সমস্যা থাকে তাহলে বেদানা থেকে শত হাত দূরে থাকুন।