বাচ্চার হঠাৎ হাত পা কেটে গেলে প্রাথমিকভাবে কি করবেন, জেনে নিন!
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ১০, ২০২০
ঘরোয়া কিছু পদ্ধতি জানা থাকলে রক্তক্ষরণ কমাতেও আচমকা ধেয়ে আসা বিপদে তা কাযে আসে। প্রাথমিক যত্নে খানিকটা আরামও বোধ করেন মানুষ। তাই জেনে নিন হঠাৎ এমন পরিস্থিতিতে কি কি করনীয়...
কেটে গেলে, কিসে কাটছে, তাতে নজর রাখুন। লোহার জং ধরা ধারালো কিছুতে কাটলে চিকিৎসকের পরামর্শের সঙ্গে অবশ্যই সংক্রমণ রোধী ইঞ্জেকশন দিন। কেটে গেলে প্রথমে জায়গাটা ভালো করে ধুয়ে নিন। অনেকেই নানা সুগন্ধি সাবান দিয়ে জায়গাটা পরিষ্কার করেন। সেটা না করে বরং ব্যবহার করুন অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান।
আরো পড়ুনঃ সিঙ্গারায় তিন কোণা কেন থাকে, জানেন?
ক্ষতস্থান ধুয়ে তার ওপর একটি পরিষ্কার কাপড় বা গজ চেপে ধরলে রক্তক্ষরণ খানিকটা কমে যায়। ক্ষতস্থানের মুখে চিনি লাগান। চিনির দানা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। হালকা কাটাছেঁড়া নিয়ে বাইরে বেরোতে হলে তা ব্যান্ডেযে ঢেকে রাখুন। কিন্তু বাড়িতে থাকলে কিছুটা সময় মলম লাগিয়ে খোলা হাওয়ায় রাখুন ক্ষতস্থান।
এতে তাড়াতাড়ি শুকাবে ক্ষতস্থান। ডায়াবেটিস থাকলে অনেক সময় ক্ষত শুকাতে দেরি হয়। কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত নন এমন কারো দীর্ঘদিন ক্ষত না শুকালে চিকিৎসকের পরামর্শ নিন। কেটে যাওয়ার পর রক্তপাত বন্ধ না হলে, ক্ষতে জ্বালা দেখা দিলে চিকিৎসককে জানান