একটি মাত্র পানীয় সারাবে শীতের ৬ রোগ!
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ২৭, ২০২০
ঘরোয়া উপায়ে ঠাণ্ডা ও গলা ব্যথার সমস্যার সমাধান মিলতে পারে। খরচ বাঁচানোর পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই দ্রুত রোগ মুক্তিতে সাহায্য করে।
উপকরণঃ
- আদা কুচি,
- খাঁটি মধু,
- জলপাইয়ের তেল,
- ময়দা,
- টিস্যু পেপার,
- গজ এবং ফিতা।
আরো পড়ুনঃ আপেলের টক ঝাল আচার
প্রণালীঃ মধু ও ময়দা মিশিয়ে তারমধ্যে আদার কুচি এবং ২/৩ ফোঁটা জল'পাইয়ের তেল মেশান। মিশ্রণ টি সামান্য পরিমাণে টিস্যুতে নিয়ে বুকে টেপ দিয়ে আটকে নিন।
রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি ব্যবহার করা ভালো। আদা মসলাদার মূল, এটি ঘাম সৃষ্টি করে এবং ঠাণ্ডার লক্ষণ কমাতে কার্যকর ভূমিকা রাখে। শিশু ও যাদের ত্বক সংবেদনশীল তাদের ব্যবহারের আগে সাবাধানতার প্রয়োজন রয়েছে।