গরু`র দুধে কি বাচ্চা`র আলার্জি হতে পারে?
- ওমেন্স কর্নার ডেস্ক
- জানুয়ারি ১০, ২০২১
গরু'র দুধ-এ প্রোটিন আকারে বড় হওয়ায় এগুলো থেকে ইমিউনোলিজিক্যাল রিঅ্যাকশন-এর কারণে নানা ধরনের অ্যালার্জি-র উপসর্গ তৈরি করে। দুধ থেকে অ্যালার্জি'র লক্ষণগুলো - ঠোঁট ফোলা, ফুসকুড়ি, বমি, অথবা মলের মধ্যে রক্ত। শিশুর দুধ খাওয়ার পরেপরেই এসব লক্ষণ দেখা যায়।
আরো পড়ুনঃ আসুন জেনে নেই মশলার ব্যবহৃত অংশ এবং গুনাগুন সম্পর্কে
শিশুর শ্বাসতন্ত্রে প্রদাহ হতে পারে, ফলে নাক বন্ধ হওয়া, সর্দি-কাশি প্রায়ই লেগে থাকে অ্যালার্জির কারণে। এছাড়া হাঁপানিও হতে পারে। এমন কিছু হলে আপনার শিশুকে নিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন। তবে অধিকাংশ শিশুই দুবছর বয়সের পর থেকে অ্যালার্জি কাটিয়ে ওঠা শুরু করে দেয়। ল্যাকটোজ গরুর দুধের অন্যতম প্রধান উপাদান। অনেকে ল্যাকটোজ হজম করতে পারে না।
প্রয়োজনীয় ল্যাকটোজ এনজাইমের স্বল্পতা থাকায় তাদের ল্যাকটোজ হজম হয় না। এই ল্যাকটোজ সহ্য করতে না পারা বা ল্যাকটোজ ইনটলারেন্স এবং অ্যালার্জি দুটো ভিন্ন জিনিষ। দুধের মধ্যে উপস্থিত ল্যাকটোজ হজম করার অক্ষমতা দ্বারা সৃষ্ট হয়। যেসব শিশু'দের দুধ অসহ্য হয় তাদের মধ্যে গ্যাস, বমি, ডায়রিয়া, তলপেটে ব্যাথা বা চুলকানির লক্ষণ থাকবে। এসব লক্ষণ অস্বস্তিকর। কিন্তু ক্ষতিকর নয়।