নাক দিয়ে রক্ত পড়লে কি করবেন?
- ওমেন্স কর্নার ডেস্ক
- জানুয়ারি ২৩, ২০২১
নাক দিয়ে রক্ত পড়লে সোজা হয়ে একটু সামনের দিকে ঝুঁকে চেয়ারে বসুন। বৃদ্ধাঙ্গুল ও শাহাদাত আঙ্গুল দিয়ে নাকের দুই ছিদ্র জোরে বন্ধ করুন। মুখ দিয়ে শ্বাস নিন। এভাবে ১০ মিনিট ধরে রাখুন। এ সময় আঙ্গুল ছাড়বেন না প্রয়োজন হলে আরো বেশি চাপ দিয়ে ধরে রাখুন। এ সময় সম্ভব হলে কপালে, নাক এর চারপাশে বরফ ধরে রাখুন।
আরো পড়ুনঃ ড্রাই ফ্রুট কেক
তাহলে রক্ত পড়া তাড়াতাড়ি বন্ধ হবে। যদি রক্ত ১৫-২০ মিনিটের বেশি সময় ধরে পড়তে থাকে, তবে দেরি না করে পাশের হাসপাতালের নাক কান গলা বিভাগে চলে যান। নাকে আঘাত জনিত রক্ত পড়া বন্ধ হলেও চিকিৎসকের পরামর্শ নিন। কারণ নাকের হাড় ভেঙেছে কিনা তা দেখা জরুরি। বারবার রক্ত পরলে নাক কান গলা বিশেষজ্ঞ-এর শরণাপন্ন হন।