কোন নারীদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি জানুন!
- কবিতা আক্তার
- জানুয়ারি ২৯, ২০২১
কোন মহিলাদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, কোন নারীদের যমজ সন্তান সম্ভাবনা বেশি এমন চমকপ্রদ কিছু তথ্য উঠে এসেছে। আসুন জেনে নেই...
১. যমজ সন্তানদের হাতের ছাপ একেবারে আলাদা। যদিও তাদের জীনের বৈচিত্র একই তবুও তাদের হাতের ছাপ আলাদা।
২. যে সকল নারী লম্বা তাদের জমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আইজিএফ প্রোটিন লম্বা নারীদের দেহে বেশি থাকে যা যমজ সন্তান হতে সাহায্য করে।
৩. একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে, জমজ সন্তানের মায়েরা অনেক দিন বেঁচে থাকেন।
আরো পড়ুনঃ কাঁচকলা ও ইলিশ মাছের ভর্তা
৪. যেসব নারীরা দুগ্ধজাত দ্রব্য বেশি খেয়ে থাকেন, তাদের যমজ সন্তান হওয়ার প্রবল সম্ভাবনা থাকে।
৫. একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের ৪০% যমজ সন্তানের জন্ম আফ্রিকাতে।
৬. অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, প্রায় ২২% যমজ সন্তানেরা বাঁহাতি হয়।
৭. এ ব্যাপারে একটি সমীক্ষা বলছে, জমজ শিশুরা নিজেদের মধ্যে একটি বিশেষ ভাষাতে কথা বলে, যা কিনা একমাত্র তারাই বুঝতে পারে।