মাত্র ৭ দিনে হাত ও কনুইয়ের কালো দাগ তুলবেন যেভাবে
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ১, ২০২১
কনুইয়ের কালচে ভাব বড়ই বেমানান আর দৃষ্টিকটু। এই দাগ সহজে যেতে ও চায় না! তবে এমন কয়েকটি ঘরে তৈরি প্যাক রয়েছে যেগুলো কাজে লাগিয়ে হাঁটু বা কনুইয়ের কালচে দাগ দূর করা যায়। আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই
১ দই, বেসন ও পাতিলেবুর প্যাক:
উপকরণ:
- ১ চামচ বেসন
- ১ চামচ টকদই
- ১ চামচ পাতিলেবুর রস
- ১ চামচ চিনি
আরো পড়ুনঃ জাপানিজ ডায়েট চার্ট, আয়ু বাড়ান খাদ্যাভ্যাসে!
পদ্ধতি: সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে কনুইয়ে অন্তত ১০ মিনিট মালিশ করুন। তার পর মিনিট পাঁচেক রেখে ভালো করে ধুয়ে ফেলুন। এই ভাবে সপ্তাহে ২ দিন করলে দ্রুত ফল পাবেন।
২ চিনি আর অলিভ অয়েল:
উপকরণ:
- ১ চামচ চিনি
- ১ চামচ অলিভ অয়েল
পদ্ধতি: চিনির সাথে অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিয়ে কনুইয়ে ১০ মিনিট ভালো করে মালিশ করুন। তারপর ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনি স্ক্রাবিং করার জন্য হাত - পায়ের মে কোনো ও অংশেই ব্যবহার করতে পারেন। তবে সে ক্ষেত্রে উপাদান গুলোর