রোজায় পানি তৃষ্ণা কমানোর উপায়
- ওমেন্স কর্নার ডেস্ক
- মে ৭, ২০২১
একেই তো প্রচন্ড গরম, তার ওপরে সারাদিন রোজা রাখার ধকল। এ সময় পানি পিপাসা বোধ করা খুবই স্বাভাবিক বিষয়। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে এমনিতেই পানি বেরিয়ে যায়। শরীর হয়ে পড়ে পানিশূন্য। ডিহাইড্রেশনের কারণে কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, মাথা ঘোরা, ক্লান্তি এবং ত্বক শুষ্ক হয়ে যায়। এসব লক্ষণ এর পাশাপাশি পানিশূন্যতার কারণে কিডনি জনিত সমস্যা এবং খিঁচুনির মতো মারাত্মক রোগ হতে পারে। তাই রমজানে বিভিন্ন সুস্বাদু পানীয় পান না করে বরং ইফতার থেকে সাহরি পর্যন্ত পানি খেতে হবে।
এ ছাড়াও কয়েকটি বিষয় মাথায় রাখলে রোজায় পানি পিপাসা অনেকটা কমে যায়। এজন্য খাবারের বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। ইফতার থেকে সাহরি পর্যন্ত অনেকেই বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন। তবে আপনার খাবারগুলো হতে হবে পুষ্টিকর এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এছাড়াও জেনে নিন রোজায় যেসব বিষয় খেয়াল রাখবেন-
আরো পড়ুনঃ চিকেন চাওমিন
- বিভিন্ন পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকে। এর ফলে আপনি অতিরিক্ত ক্যালরি গ্রহণ করে থাকেন। কোমল পানীয়, জুস বা শরবত আপনার পেট ভরাবে ঠিকই কিন্তু শরীরে কোন পুষ্টি দেবে না। বরং এসব পানীয় আপনার হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে। যার ফলে গ্যাস, ফোলা ভাব, পেটের ব্যথা এবং ওজন বৃদ্ধি সহ নানা সমস্যা দেখা দিতে পারে।
- পানি ওজন হ্রাস এবং নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এটি বিষক্রিয়া থেকে মুক্তি দেয় এবং ক্ষুধা কমায়। একারণেই সারারাত অল্প পরিমাণে পানি পান করা জরুরি।
- প্রতিদিন কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করুন। আপনি যদি গরমের এই সময় শরীর চর্চা করে থাকেন, তবে প্রচুর ঘাম বের হবে। তাই খেয়াল রাখবেন সেই পরিমাণ পানি গ্রহণ করতে হবে।
- সালাদ সহ বিভিন্ন খাবারে বেশি লবণ মেশাবেন না। লবণযুক্ত খাবার পরিহার করুন এ সময়। এমন খাবার শরীর থেকে বেশি পানি শুষে নেয়।
- তাজা ফল এবং শাকসবজি বেশি করে খেতে হবে রমজানে। এগুলো পানি এবং ফাইবারসমৃদ্ধ। দীর্ঘ সময় পর্যন্ত তা অন্ত্রে থাকে এবং তৃষ্ণা কমায়।
- মিষ্টির যুক্ত পানীয় বা শরবত এর পরিবর্তে তাজা ফলের রস খেতে হবে।
- খাবার খাওয়ার সময় প্রচুর পরিমাণে পানি না খাওয়ার চেষ্টা করুন।
আরো পড়ুনঃ প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা ফলে হবে রূপচর্চা
- ইফতারের রোজা ভাঙ্গার সময় বরফ যুক্ত বা অতিরিক্ত ঠান্ডা পানি পান করবেন না। এতে আপনার রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং বদহজমের কারণ হতে পারে।
- চা-কফি পান থেকে বিরত থাকুন কারণ ক্যাফেইন জাতীয় খাবারে থাকা মূত্রবর্ধক বৈশিষ্ট্য শরীর পানিশূন্য করে তোলে।
- বেশি করে শসা খান। তৃষ্ণা নিবারণ করে পানিতে ভরপুর এই সবজি। এছাড়াও শরীরকে শীতল করে, স্নায়ুজনিত ব্যাধি থেকে মুক্তি দেয়। ফাইবার থাকায় এটি হজমে সহায়তা করে এবং টক্সিন বের করে দেয় শরীর থেকে।
- উচ্চ তাপমাত্রা এড়িয়ে চলুন। শীততাপ নিয়ন্ত্রিত স্থানে থাকুন। রোদে কম বের হলেই ভালো রোজার সময়। এতে পানি পিপাসা কম পাবে।