হাঁটু এবং পায়ের যে কোনো ব্যথা দূর করার উপায়
- ওমেন্স কর্নার ডেস্ক
- মে ১৩, ২০২১
বয়স হয়ে গেলে প্রায় অনেকেই হাঁটুর ব্যথার জন্য ভুগে থাকেন, যেটি দুরারোগ্য ব্যথার দ্বিতীয় বৃহত্তম কারণ। কিন্তু এটা ছাড়াও সবসময় ব্যথা, ক্লান্তিতে ভোগেন সহ কিছু জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। শারীরিক চিকিৎসা দিয়ে এই ব্যথা কিছুটা কমিয়ে আনার জন্য আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি।
- ধীরে ধীরে আপনার অন্য আরেকটি পায়ের গোড়ালি উপরে উঠান যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পায়ের পাতার উপর না দাঁড়ান।
আরো পড়ুনঃ আস্ত ডালের মুচমুচে পেয়াজু তৈরির সহজ রেসিপি
- তারপর মেঝের ওপর ধীরে ধীরে পায়ের গোড়ালি নামান।
- এভাবে ১০-১৫ বার ব্যায়াম করুন।
এটি আপনার গোড়ালিকে শক্তিশালী করে তুলবে এবং হাঁটুর কাছাকাছি অবস্থিত পেশী কার্যকরী করে তুলবে।