স্তনে ব্যথা হয়, টান টান লাগে, এটা কি খারাপ লক্ষণ?
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুন ২৪, ২০২১
প্রশ্নঃ মাঝে মাঝে স্তন ব্যথা করে, টান টান লাগে। অন্তর্বাস পরতে পারি না তখন। এটা কি খারাপ লক্ষণ?
আরো পড়ুনঃ শিরায় শিরায় কেন বিসিএস?
উত্তরঃ স্তনে ব্যথা ও টাটানো, বিশেষ করে মাসিকের সময় বা আগে খুব স্বাভাবিক ব্যাপার। এটা হরমোনের ওঠানামার সঙ্গে জড়িত।
অতিরিক্ত রাত না জাগা, ক্যাফেইন সমৃদ্ধ খাবার (কফি, চা, চকলেট, কোল্ড ড্রিংকস) এড়িয়ে চলা, দুশ্চিন্তা না করা, সঠিক মাপের অন্তর্বাস ব্যবহার করতে পারেন।
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করতে পারেন।
আরো পড়ুনঃ জেনে নিন হালকা কুসুম গরম পানি পানের উপকারিতাগুলো