করোনার টিকা কারা নেবেন, কারা নেবেন না
- তামান্না ইসলাম
- আগস্ট ২০, ২০২১
করোনার সংক্রমণ ঠেকাতে কোভিট ভ্যাকসিন নেয়াটা জরুরী। কিন্তু কারা ভ্যাকসিন নেবেন, আর কারা নেবেন না এই নিয়ে জনমনে আছে অনেক সংশয়। বিশেষ কিছু শারীরিক কন্ডিশনে কোভিট টিকা নেয়া যাবে না। জেনে নিন করোনার টিকা কারা নেবেন, কারা নেবেন না...
যারা নিতে পারবেন-
• গর্ভবতী ও স্তনদানকারী মা কোভিট টিকা নিতে পারবেন। তবে বিশেষ শারীরিক অবস্থার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে।
• নিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের রোগী, যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে আছে তারা কোভিট ভ্যাক্সিন নিতে পারবে।
আরো পড়ুনঃ মেজবানি গরুর মাংস রান্না
• যাদের চর্ম রোগ আছে কিন্তু তা নিয়ন্ত্রণে আছে তারা কোভিট ভ্যাক্সিন নিতে পারবে।
• অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগী, যাদের এই সমস্যা নিয়ন্ত্রণে আছে তারা ভ্যাক্সিন নিতে পারবে।
• কিডনি রোগী ও হেমোডায়ালিসস রোগী ডাক্তারের সাথে পরামর্শ করে কোভিট ভ্যাক্সিন নিতে পারবে।
• হৃদরোগীর কোভিট ভ্যাক্সিন নিতে পারবে।
• লিভারের রোগের কোভিট ভ্যাক্সিন নিতে পারবেন।
• স্ট্রোক ও প্যারালাইসিস রোগী সহ যেকোন নিউরো রোগী কোভিট ভ্যাক্সিন নিতে পারবে।
যারা ভ্যাকসিন নিতে পারবে না -
• যাদের বয়স ১৮ বছরের কম তারা টিকা নিতে পারবে না।
• যাদের কোমো থেরাপি চলছে তারা ভ্যাক্সিন নিতে পারবে না।
• টিকা নেয়ার সময় তীব্র জ্বরে আক্রান্ত হলে।
• অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী টিকা নিতে পারবে না।
আরো পড়ুনঃ আপনার ত্বকের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন তো ?
• সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন এমন রোগী।
• সিভিয়ার, তীব্র অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগী টিকা দিতে পারবেন না।
• যাদের অন্য ওষুধে এলার্জি আছে তারা টিকা নেবেন না।
• অন্যকোনো টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হয় যাদের তারা ভ্যাক্সিন নেবেন না।
• অন্যান্য জটিল ও মারাত্মক রোগে আক্রান্ত যারা তারা ভ্যাক্সিন নেবেন না।