গর্ভাবস্থায় দুর্বলতা কাটাতে যা করবেন
- তাসফিয়া আমীন
- সেপ্টেম্বর ৪, ২০২১
অধিকাংশ হবু মায়েরাই এসময় দুর্বলতায় ভোগেন। খাবার খাওয়ার অনিয়ম ও শরীরে পুষ্টির অভাবে এ সমস্যা হয়ে থাকে। জেনে নিন গর্ভাবস্থায় শরীর দুর্বল লাগলে কি করবেন...
১। পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে। শাকসবজি, ফলমূল, দুধ, ডিম খাওয়ার পাশাপাশি সারা দিনে পর্যাপ্ত পানি পান করাটাও জরুরি।
২। হবু মায়ের পর্যাপ্ত বিশ্রামও চাই। এ সময় রাতে অন্তত আট ঘণ্টা ঘুম জরুরি। এবং দুপুরে দুই ঘণ্টা বিশ্রাম প্রয়োজন।
আরো পড়ুনঃ ভালোবাসার মানুষকে না পাওয়া খুব কি কষ্টের !
৩। পানি পান করতে গেলেই যাদের গা গুলিয়ে উঠে তারা পানিতে কিছুটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এতে বমিভাব কমবে, শরীরে সতেজ ভাব চলে আসবে।
৪। টক জাতীয় খাবার দুর্বলতা কাটাতে খুবই সাহায্য করে। তাই খাবার প্লেটে টক জাতীয় ফল যেমনঃ কমলা, মাল্টা রাখুন।
৫। মাথা ঘোরা কমাতে আপেল খুব কার্যকরী। খাবারে রুচি আনতে পিনাট বাটারও কার্যকরী। তাই পিনাট বাটার এবং আপেল খাওয়ার চেষ্টা করুন।
৬। এসময় খালি পেটে থাকা একদম উচিত নয়। বেশিক্ষণ খালি পেটে থাকলে রক্তে শর্করার পরিমাণ কমে গিয়ে শরীর দুর্বল হতে পারে।
আরো পড়ুনঃ আপেল গাছের এই গল্পটি আপনি পড়েছেন আগে ?
তাই কয়েকঘন্টা পরপরই কিছু খাওয়ার চেষ্টা করুন।