ওমিক্রন সংক্রমনের কতদিন পর প্রকাশ পায় উপসর্গ
- ওমেন্স কর্নার ডেস্ক
- জানুয়ারি ৯, ২০২২
করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে সবার মনে আছে আতঙ্ক। অন্যান্য ভেরিয়েন্ট এরচেয়ে ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে ২০ জনেরও বেশি মানুষের শরীরে মিলেছে ওমিক্রন। অন্যদিকে করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। শুধু বাংলাদেশেই নয় পুরো বিশ্বে করোনায় আক্রমণের সংখ্যা বাড়ছে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডেল্টা থেকে ওমিক্রন এর উপসর্গ কম ভয়াবহ। আবার বাড়তে থাকা সংক্রমণ মানুষের মধ্যে ভয় তৈরি করছে। এছাড়াও সবার মধ্যে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।
আরো পড়ুনঃ কিভাবে আপনি একজন ভালো মা এবং বাবা হয়ে উঠবেন ?
ওমিক্রণ সংক্রমণ নিয়ে বিশেষজ্ঞরাও এখন কিছু বলতে পারছেন না। তাই এই পরিস্থিতিতে কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে ও টিকা গ্রহণ করতে হবে।
ওমিক্রণ এর উপসর্গ কি কি?
এই মিউট্যান্ট ভেরিয়েন্ট সংক্রমিত হলে বেশিরভাগ মানুষের একইরকম উপসর্গের অভিজ্ঞতা হচ্ছে। প্রাথমিক স্টেন দ্বারা আক্রান্ত হওয়ার পর যে ধরনের উপসর্গ দেখা যাচ্ছিল, অনেকটা সেরকম উপসর্গই থাকছে সবার মধ্যে।
ওমিক্রণ এ আক্রান্ত হওয়ার পরে সবার মধ্যে হালকা জ্বর, ক্লান্তি ভাব, গলা জ্বালা ও শরীরে ব্যথা থাকতে পারে বলে জানা গেছে। তবে সংক্রমণ যুক্ত হওয়ার পরে কি কি জটিলতা শরীরে থাকতে পারে তা নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। গবেষকরা এই বিষয় নিয়ে গবেষণা চালাচ্ছেন।
ওমিক্রণ এর উপসর্গ সংক্রমনের কত দিনের মধ্যে শরীরে প্রকাশ পায়?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনায় সংক্রমিত হওয়ার পরে ৫-৬ দিনের মধ্যে উপসর্গ আসতে পারে। কোন কোন ক্ষেত্রে ১৪ দিন সময় লাগতে পারে। ওমিক্রন এ আক্রান্ত হলেও ৩-১৪ দিনের মধ্যেই উপসর্গ প্রকট হচ্ছে।
আরো পড়ুনঃ সম্পর্কে ক্ষমা চাওয়া কেন গুরুত্বপূর্ণ ?
করোনায় সংক্রমিত হলে অন্তত ১০ দিন সবার থেকে আলাদা থাকুন। আগের মতোই বিধিনিষেধ মেনে চলুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে। প্রচুর পানি ও পর্যাপ্ত পরিমাণে খাবার খান। পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক। বাইরে বের হলে কোভিড বিধিনিষেধ মেনে চলুন। হাইজিন বজায় রাখতে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে বা স্যানিটাইজার ব্যবহার করবেন।