দেয়াল সাজানোর সহজ কিছু আইডিয়া
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ১৫, ২০২২
মনের মতো করে দেয়ার সাজিয়ে নিয়ে পাল্টে ফেলতে পারেন আপনার পুরো ঘরের সাজ। আসুন জেনে নিন কীভাবে সাজাবেন দেয়াল...
১. গ্যালারি স্টাইল: দেয়ালে পরপর অ্যাবস্ট্রাক্টভাবে সাজিয়ে নিন ফ্রেমবন্দী আর্ট বা ফটো। ফ্রেমের ডিজাইন থাকুক সাধারণ, কথা বলুক ছবিগুলোই। রাখুন নানারকম ভ্যারিয়েশন।
আরো পড়ুনঃ ঘর জীবাণুমুক্ত রাখুন কমলা ও আপেলের খোসার ব্যবহারে
২. আয়না: আয়না যেহেত আলো রিফ্লেক্ট করে, ফলে যেকোনো ছোট জায়গাও বড় এবং উজ্জ্বল দেখা যায়। একটা দেয়াল জুড়ে লাগাতে পারেন বড় আয়না। ছোট ছোট অনেকগুলো নানা আকারের আয়নাও বেশ অভিনব লাগবে দেখতে।
৩. ইনডোর প্ল্যান্ট: দেয়ালের গায়ে সাজিয়ে রাখতে পারেন গাছ। বাড়িতে প্রকৃতি আর প্রাণের ছোঁয়া নিয়ে আসবে এগুলো। দেয়াল বেয়ে চলে যাবে এমন প্ল্যান্ট যেমন রাখতে পারেন, তিনি সেলফ বসিয়ে ঝুলিয়ে দিতে পারেন পছন্দমত প্ল্যান্ট।
৪. ক্রিয়েটিভ সেল্ফ: বই, পুরনো ক্যাসেট, সাজানোর জিনিস রাখতে পারেন যেকোনো কিছুই।
আরো পড়ুনঃ শীতকালে ঘর ধুলো-বালিমুক্ত রাখার উপায় জানুন
৫. ব্যতিক্রমি কিছু: একেবারে অন্যরকম কিছু করতে চান? সব বাদ দিয়ে দেয়াল সাজান প্লেট দিয়ে। কাজ বা চিনামাটির সুন্দর কারুকার্য করা প্লেট পেয়ে যাবেন সহজে। ছোট-বড় এমন নানা ডিজাইন করা প্লেটারের প্লেট হ্যাঙ্গার দিয়ে দেয়ালে টাঙিয়ে দিন।