আলমারি গোছানো থাকেনা? আলমারি গুছিয়ে রাখার টিপস
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ১৭, ২০২২
দুইদিন পর পরই কাপড় স্তুপে পরিণত হয় আলমারি? কিছু টিপস জানা থাকলে কাপড়ের আলমারি গুছিয়ে রাখা সহজ হবে। আসুন জেনে নেই...
- পোশাক অনুযায়ী জায়গা ভাগ করে নিন। আলাদা খোপে জিনিস রাখলে খুঁজে পেতে সুবিধা হবে।
- বাজারে বেশ কিছু অর্গানাইজার পাওয়া যায় এমন খোপ করা। নিতে পারেন সেগুলো।
আরো পড়ুনঃ শিশুর মেধা বিকাশে জন্মের প্রথম কয়েকমাসে বাবা-মায়ের করণীয়
- মোজা, সানগ্লাস, স্কার্ফ, গয়নার মতো ছোটখাট জিনিস রাখার জন্য ড্রয়ার ব্যবহার করুন। চাইলে বাড়িতেই বক্স বানিয়ে নিতে পারেন।
- জামাকাপড় ভার্টিক্যালভাবে রাখলে অনেকটা জায়গা বেশি পাওয়া যায়।
- জামা কাপড় ঝুলিয়ে রাখলে সে ষগুলো কুঁচকে যায় না। অনেকগুলো হ্যাঙ্গার পাশাপাশি রাখলে জায়গা কমে যায়, এজন্য ডাবল হ্যাঙ্গার পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে।
- জামা কাপড়ের আলমারিতে আয়নার ব্যবস্থা রাখতে পারেন। এতে পোশাক নির্বাচন করতে সুবিধা হবে।
আরো পড়ুনঃ কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম জানুন
যে পোশাকগুলো পরা হয়না বা পুরোনো হয়ে গেছে সেগুলো আলমারি থেকে সরিয়ে ফেলুন।