বন্ধ ফ্যান বা এসি চালুর আগে জানুন কিছু টিপস
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ২০, ২০২২
দীর্ঘদিন এসি বা ফ্যান বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত। না হলে ঘটতে পারে দুর্ঘটনা। যেহেতু শীতের পুরোটা সময় ধরেই এসি বন্ধ থাকে।
তাই গরমের শুরুতেই ফ্যান ও এসি চালানোর আগে বাড়তি যত্ন নেওয়া জরুরি। কিভাবে নেবেন তা জেনে নিন-
আরো পড়ুনঃ ম্যাট লিপস্টিকের আগে ও পরে যা করণীয়
- ফ্যান চালু করার আগে ভালো করে তা পরিষ্কার করে নিতে হবে। ডিটারজেন্ট যুক্ত পানিতে কাপড় ভিজিয়ে মুখে নিলে সব ময়লা দূর হয়ে ফ্যান পরিষ্কার হয়ে যাবে।
- সম্ভব হলে সিলিং ফ্যানের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে নিতে পারেন।
- টেবিল ফ্যান চালানোর আগে তা ভালো করে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে চিকন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন।
- এসি সার্ভিসিং করানোর পরে চালু করবেন। পেশাদারদের মাধ্যমে চেকআপ ও সার্ভিসিং করিয়ে নিন।
আরো পড়ুনঃ টবে আতা ফল চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত
- দীর্ঘদিন পর বন্ধ এসি চালু করতে গেলে শব্দ হতে পারে। এমনকি পানিও পড়তে পারে। আবার এসি অনেক দিন বন্ধ থাকলে এর কুলিং ক্ষমতাও কমে যায়। সে ক্ষেত্রে এসির ভিতরে নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিতে হবে।
- কুলিং যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে এসির ভিতরে গ্যাস ফুরিয়ে গেছে। পরবর্তীতে গ্যাস রিফিল করে নিতে পারেন। ভুলেও কখনো ফ্যান ও এসি একসঙ্গে চালাবেন না। এতে বিদ্যুতের অপচয় ছাড়া আর কিছুই নয়।