ঘরোয়া উপায়ে স্টিলের জিনিসের যত্ন
- ওমেন্স কর্নার ডেস্ক
- এপ্রিল ১, ২০২২
সহজ কয়েকটি উপায় স্টিলের বাসনের সামান্য একটু যত্ন নিলেই এগুলো দীর্ঘদিন থাকবে ঝকঝকে। আসুন জেনে নেই...
- স্টিলের পাত্রে রান্নার সময় কাঠের স্প্যাচুলা ব্যবহার করাই ভালো।
আরো পড়ুনঃ খুশকির সমস্যা থেকে বাঁচতে সহজ সমাধান জানুন
- রান্নার পর পরই গরম স্টিলের বাসনে পানি ঢালবেন না। স্টিলের পাত্রে ঠান্ডা হলে তারপর তা ডিশওয়াশার মেশানো পানি দিয়ে ধুয়ে নিন।
- স্টিলের বাসন এর চাকচিক্য দীর্ঘদিন বজায় রাখতে বেকিং পাউডারের পেস্ট বানিয়ে তা দিয়ে বাসন পরিষ্কার করে নিন।
- স্টিলের পাত্রে রান্না করার সময় পাত্রে অন্য উপকরণ না দিয়ে প্রথমেই লবন দিবেন না। এতে স্টিলের উপরের প্রলেপ উঠে যেতে পারে।
- রান্নার পর তেল-মসলা পাত্র লেগে থাকলে তা জোর করে ঘষে পরিষ্কার না করে কিছুক্ষণ সাবান পানিতে ভিজিয়ে রাখুন।
- স্টিলের বাসনের লেয়ার উঠতে শুরু করলে ভিনেগার মেশানো পানি দিয়ে পরিষ্কার করে নিন।
আরো পড়ুনঃ ত্বক থেকে মেছতার দাগ দূর করবে যে প্যাক
- স্টিলের প্যান বা কড়াইয়ের নিচে ম্যাগনেট থাকে, যা বাতাসের আদ্রতা সঙ্গে রিয়েকশান কোষ নষ্ট হয়ে যায়। এজন্য স্টিলের পাত্রে তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে মুছে নিন।