পিঁপড়া তাড়ানোর সহজ উপায়
- কবিতা আক্তার
- এপ্রিল ১৭, ২০২২
পিপড়ার যন্ত্রণায় অতিষ্ঠ? জেনে নিন বিরক্তিকর পিঁপড়া তাড়ানোর কিছু কেমিক্যাল মুক্ত উপায়।
গ্লাস ক্লিনার ও লিকুইড ডিটারজেন্ট: একটি স্প্রে বোতলে গ্লাস ক্লিনার ও লিকুইড ডিটারজেন্ট একসঙ্গে মিশিয়ে ঝাঁকিয়ে নিন। পিঁপড়ার আনাগোনা বেশি এমন স্থানে স্প্রে করুন। পিঁপড়ার বাসাতেও এটি স্প্রে করতে পারেন। স্প্রে করার কিছুক্ষণ পর মুছে নিন জায়গাটা। পিঁপড়া দূর হবে।
মরিচের গুঁড়া: পিঁপড়া দূর করতে ছিটিয়ে দিন মরিচের গুঁড়া। ১৫ মিনিট অপেক্ষা করে জায়গাটা মুছে ফেলুন।
আরো পড়ুনঃ জীবনে সুখী ও সফল হওয়ার গোপন রহস্য
পিপারমিন্ট অয়েল: একটি স্প্রে বোতলে ২ কাপ পানি ও ২০ ফোটা পিপারমিন্ট অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন।
দ্রবণটি জানালা, টেবিল অভিপ্রায় আনাগোনা বেশি যেখানে সেসব স্থানে স্প্রে করুন ও প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন।
গরম পানি: পিঁপড়ার বাসা খুঁজে পেলে গরম পানি ছিটিয়ে দিন। বাসা ভেঙ্গে যাবে।
কফি: কফির গুঁড়া ছিটিয়ে দিলেও মুক্তি পাবেন পিঁপড়ার উপদ্রব থেকে।