মেঝের চিটচিটে ভাব দূর করার টিপস
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুন ২, ২০২২
রান্নাঘরে তো অবশ্যই। ডাইনিং রুম ও বসার ঘরের মেঝেতেও মাঝে মাঝে তেল চিটচিটে ভাব দেখা যায়। এই তেল চিটচিটে ভাব দূর করার রয়েছে সহজ টিপস।
- সপ্তাহে তিন দিন কুসুম গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে মেঝে মুছে নিন। এতে মেঝের আঠালো ভাব দূর হবে।
আরো পড়ুনঃ ঘরের কাজের মাধ্যমেই গড়ে তুলন আকর্ষণীয় ফিগার
- পানি, সামান্য ভিনেগার ও লবণের মিশ্রণ বানিয়ে মেঝে মুছে নিন। নতুন লাগবে মেঝে।
- রান্নাঘরের মেঝেতে যদি তেলের স্তর পড়ে যায় তাহলে তার ওপর লেবুর রস ও বেকিং পাউডারের পেস্ট লাগিয়ে ব্রাশ করে নিন। কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।