অ্যান্টিক পিসের যত্নআত্তি
- ওমেন্স কর্নার ডেস্ক
- আগস্ট ১৩, ২০২২
অ্যান্টিক পিসের যত্ন নিতে হয় সবসময়, বিশেষ করে বর্ষাকালে। বাসায় ঠিক কোন ধরনের অ্যান্টিক পিস খাপ খাবে তা যাচাই করা কিছুটা কঠিন। পুরনো শো পিস কেনার আগে কিছু বিষয় মনে রাখা জরুরী।
- অ্যান্টিক ফার্নিচার কিনতে হলে আগে কোন ফার্নিচার ডিলারের সাথে আলোচনা করুন। তিনি আপনাকে জানাতে পারবেন কোথায় পুরনো সব ফার্নিচার পাওয়া যায়।
- অ্যান্টিক শো পিস কিনতে স্টোরে যাওয়ার আগে আপনার পরে কোথায় তা রাখবেন, তা আগে ভেবে নিন। প্রয়োজনে মাপ নিয়ে যান। এতে করে শো পিসটি ঘরের শোভা আগে সহজেই।
আরো পড়ুনঃ বুটের ডালে খাসির মাংস
- আধুনিক ডেকোরেটরে অ্যান্টিক ফার্নিচার যোগ করে এক্সপেরিমেন্ট করতে পারেন।
- অ্যান্টিক কিছু কেনার আগে সে সম্পর্কে অনলাইন অন্য সূত্র থেকে জানার চেষ্টা করুন।
- সরাসরি রোধ পরে এমন স্থানে অ্যান্টিক ফার্নিচার রাখবেন না। দূরে রাখুন স্টোভ থেকেও।
- কাঠের আসবাব বা শো পিস পরিষ্কার করুন কুসুম গরম পানির সঙ্গে মাইল্ড সোপ মিশিয়ে। শেষে পাতলা ও শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।
- অ্যান্টিক ঘড়ি বা টেলিফোন পরিষ্কার করুন ব্রাশ ও শুকনা কাপড় দিয়ে।