ত্বকের লাবণ্য ফিরবে এক ফেস প্যাকেই
- কবিতা আক্তার
- ফেব্রুয়ারি ১৬, ২০২৪
শীতে ত্বক এমনিতেই বেশ ফ্যাকাসে দেখায়। তার ওপর সঠিক যত্নের অভাবে বা রোধের তাপে ত্বক হয়ে পড়তে পারে লাবণ্যহীন ও রুক্ষ। ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে খুব বেশি পরিশ্রম করতে হবে এমন নয়। ঘরোয়া একটি ফেসপ্যাক ব্যবহার করেই কিন্তু ত্বকে জৌলুস নিয়ে আসতে পারেন।
বাজারে পাওয়া যাচ্ছে হরেক জাতের কমলা। কমলার খোসা আর গোলাপ জল মিশিয়ে চট জলদি বানিয়ে ফেলতে পারেন ফেসপ্যাক।
আরো পড়ুনঃ ত্বকের যত্নে তেলের ব্যবহার জানুন
কমলার খোসায় থাকে ভিটামিন সি। ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতেও সাহায্য করে ভিটামিন সি। ফলে ত্বক হয় দীপ্তিময়।
অন্যদিকে গোলাপ জলে থাকা ভিটামিন ও মিনারেল ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও গোলাপ জল ত্বকের পিএইচ ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে এবং আদ্রতার মাত্রা বজায় রাখে।
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় ত্বকের যত্ন
যেভাবে বানাবেন ফেসপ্যাক: একটি পাত্রে ২-৩ চামচ কমলার খোসার গুড়া নিন। ত্বক পরিষ্কার করে নিন ব্যবহারের আগে। প্যাকটি ত্বকে ১০-১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শেষে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করুন ত্বকে।