মনস্টেরা প্ল্যান্ট নিয়ে এত মাতামাতি কেন জানেন?
- ওমেন্স কর্নার
- জুন ৮, ২০২৪
ঘরে থাকা সুবিশাল পাতার মনস্টেরা প্ল্যান্ট যেন চমৎকার এক আবেশ নিয়ে আসে গৃহকোণে। গাছের কাছেই একটি ছোট বসার জায়গা বানিয়ে, এক কাপ চা হাতে প্রিয় বই পড়তে ভালোবাসেন অনেকে। গাছপ্রেমীদের কাছে এই গাছের কদরটা যেন একটু আলাদা। কারণটা জানেন? এর আগে জেনে নিন জনপ্রিয় গাছটির পরিচয় সম্পর্কে।
মনস্টেরা আমেরিকার গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে বসবাসকারী অ্যারাম পরিবারের একটি প্রজাতি। মনস্টেরা লম্বায় প্রায় ২০ মিটার বড় হতে পারে। এর পাতাগুলো ৯০ সেমি পর্যন্ত বড় হয়। ইনডোরে বা ঘরে রাখার জন্য বেশ উপযোগী একটি গাছ মনস্টেরা। এটি একটি হাইব্রিড উদ্ভিদ, শুধুমাত্র টিস্যু কালচার বা কাটিংয়ের মাধ্যমেই এই গাছ বংশবিস্তার করে। ফলে এই প্রক্রিয়া যথেষ্ট সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। ফলে মনস্টেরা প্রজাতির গাছ কিনতে গেলে বেশ বড় অংকের টাকা গুণতে হয়।
আরো পড়ুন:
এই ৫ ইনডোর প্ল্যান্ট বাঁচে ১০০ বছর
নতুন এসি কিনেছেন? জেনে নিন ব্যবহারের খুঁটিনাটি পদ্ধতি
এই ১০ বিষয় মনে রাখলে গরমে এসি ব্যবহার করেও কম আসবে বিদ্যুৎ বিল
ঘরোয়া উপায়ে মশা তাড়ানোর কৌশল জেনে নিন
কেন গাছপ্রেমীদের কাছে এই গাছ এত প্রিয়?
- মনস্টেরা গাছের বহুল জনপ্রিয়তার পেছনে রয়েছে এর সুবিশাল বিভক্ত পাতা। চকচকে ও অনন্য এমন পাতা অন্য গাছে খুঁজে পাওয়া মুশকিল।
- ঘরে নান্দনিকতার আবেশ নিয়ে আসে দৈত্যাকৃতি মনস্টেরা প্ল্যান্ট। ঘরের কোণে গাছটি রাখলে যেন ঘরের আবহ নিমিষেই বদলে যায়।
- স্টাইলিশ ইন্টেরিওরে অবদান রাখে মনস্টেরা। ফটোজেনিক লুকের কারণে ব্যাকগ্রাউন্ড হিসেবেও তুমুল জনপ্রিয় গাছটি।
- বাতাস পরিশুদ্ধ করতে অবদান রাখতে পারে মনস্টেরা গাছ। বাতাস থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ করে বাতাস শুদ্ধ করে।
- খুব বেশি যত্নআত্তির প্রয়োজন নেই মনস্টেরার। খুব ঘন ঘন পানি দেওয়ারও দরকার নেই। এ কারণে ইনডোর প্ল্যান্ট হিসেবে এর রয়েছে জনপ্রিয়তা।
- কাটিংয়ের মাধ্যমে নতুন মনস্টেরার চারা তৈরি সম্ভব। কেবল সঠিক পরিবেশ পেলেই গাছটি বাড়তে পারে ঠিকঠাক।
- মনস্টেরা গাছের পাতা এবং রঙ আমাদের মানসিকভাবে প্রশান্ত রাখতে সাহায্য করতে পারে।
আরো পড়ুন:
চার কৌশলে গরম কমান
যে ৮টি কারণে আপনার ঘরের গাছ টেকে না
ঘরের যে ৫ জিনিস কখনো পরিস্কার করা হয় না
গোলাপ জলের সঙ্গে মেশাবেন না যেসব উপাদান
মনস্টেরার যত্নে কিছু টিপস
- খুব বেশি রোদ পড়ে এমন স্থানে রাখবেন না মনস্টেরা। এতে পাতা নষ্ট হয়ে যাবে। আবার একেবারে অন্ধকারাচ্ছন্ন স্থানে রাখলেও এর গ্রোথ আটকে যেতে পারে।
- অতিরিক্ত পানি দেবেন না গাছে। গাছের গোড়া পচে যেতে পারে বাড়তি পানির কারণে।
- গাছের হলুদ পাতা কেটে ফেলুন। স্বাস্থ্য ভালো থাকবে গাছের।
- গাছ বা পাতা বড় হয়ে গেলে সাপোর্ট হিসেবে লম্বা কিছুতে বেঁধে দিন।