বৃষ্টিদিনে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করার উপায় জেনে নিন
- ওমেন্স কর্নার
- জুলাই ৩, ২০২৪
বর্ষাকালের এ সময়টা তে সারাদেশে ঘন ঘন বৃষ্টি হচ্ছে। তীব্র বৃষ্টির কারণে ঘরের পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে। এমনকি ঘরের আশপাশে পানি জমে জলাবদ্ধতার কারণেও ঘর স্যাঁতস্যাঁতে হতে পারে। আর ঘরে স্যাঁতস্যাঁতে ভাব হলে আসবাবপত্র ও জামাকাপড়সহ সব কিছুতেই দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই মাঝেমাঝে ঘরের জানালা খোলা রাখতে হবে। এতে সূর্যের আলো বাতাসের মাধ্যমে ঘরের দুর্গন্ধ বের হয়ে যাবে।
ঘরের এ স্যাঁতসেঁতে ভাব দূর করতে আপনাকে কিছু সহজ কাজ করতে হবে । যেমন:
১. বাড়িতে ফ্যান চালিয়ে রাখলে তা ঘরের পরিবেশ শুষ্ক রাখতে সাহায্য করে। তাই বেশিরভাগ সময় চেষ্টা করুন ঘরের ফ্যান চালিয়ে রাখতে। কারণ বৃষ্টির দিনগুলোতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফ্যান চালিয়ে রাখলে ঘরের আর্দ্রতা অনেকটাই দূর হয়ে যায়।
২. বাথরুম বা টয়লেট, বন্ধ ঘর অর্থাৎ যেসব জায়গা সবসময় স্যাঁতসেঁতে থাকে এবং ছত্রাক ও পোকামাকড় সহজেই বৃদ্ধি পেতে পারে, সেখানে কীটনাশক ছড়িয়ে দিন। আর সপ্তাহে অন্তত একদিন রান্নাঘর ও বাথরুম জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।
আরো পড়ুন:
রান্নায় গ্যাসের অপচয় কমাতে মানতে পারেন এসব কৌশল
দেয়ালে টাঙানো ছবি পরিষ্কার করতে গিয়ে এই ভুলগুলো করবেন না
বৃষ্টিতে বাইরে বের হলে ছাতা ছাড়াও এই ৫ জিনিস রাখুন ব্যাগে
রাস্তায় হঠাৎ ঝড়ের কবলে পড়লে কী করবেন?
৩. বৃষ্টির দিনে ঘরের ভেতরে ভেজা কাপড় শুকাবেন না ও গোসলের পর বাথরুম মুছে রাখুন যাতে পানি জমে না থাকে।
৪. আসবাবের নীচে একটি টিনের বা কাঁচের পাত্রে এক টুকরো সালফার বা গন্ধক রেখে দিন, এতে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে আসবাব মুক্ত থাকবে।
৫. আলমারি বা ওয়্যারড্রোবে কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন রেখে দিন, এতে জামা-কাপড়ের গন্ধ দূর হবে।