মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায় জেনে নিন
- ওমেন্স কর্নার
- জুলাই ৮, ২০২৪
ডেঙ্গুর মৌসুম আসছে। এরই মধ্যে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মশার উপদ্রব থেকে তাই দূরে থাকার বিকল্প নেই। বাড়ির আশেপাশে ডোবা অথবা নোংরা জলাশয় থাকলে মশার উপদ্রব দেখা যায় বেশি। এছাড়া অপরিষ্কার ঘরেও মশা সহজে বংশবিস্তার করে। বারান্দা বা বাড়ির আশেপাশে পানি জমে থাকলে বংশবিস্তার করতে পারে এডিস মশা। মশা দূর করার কিছু প্রাকৃতিক উপায় সম্পর্কে জেনে নিন।
- কয়েকটি কর্পূরের ট্যাবলেট পানিতে ভিজিয়ে রুমের কর্নারে রেখে দিন। দরজা জানালা বন্ধ করে ঘরে কর্পূরের ধোঁয়া দিলেও দূর হবে মশা।
- পানির সঙ্গে নারকেলের তেল ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘরে স্প্রে করুন। এসেনশিয়াল অয়েল হিসেবে ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল কিংবা ল্যাভেন্ডার অয়েল।
আরো পড়ুন:
জেনে নিন বাথরুমের নোংরা টাইলস থেকে ছড়ায় যেসব রোগ
রান্নায় গ্যাসের অপচয় কমাতে মানতে পারেন এসব কৌশল
দেয়ালে টাঙানো ছবি পরিষ্কার করতে গিয়ে এই ভুলগুলো করবেন না
মনস্টেরা প্ল্যান্ট নিয়ে এত মাতামাতি কেন জানেন?
- ২০১৫ সালের এক জরিপের প্রকাশিত তথ্য মতে, নিমের তেল ত্বকে ম্যাসাজ করলে ৩ ঘণ্টা পর্যন্ত মশা বসে না। আবার নিম পাতা জ্বালানো ধোঁয়া ছড়িয়ে পড়লে মশার আনাগোনা কমে অনেকটাই।
- কয়েকটি রসুনের কোয়া পিসে পানির সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে ঝাঁকিয়ে নিন। এই স্প্রে ব্যবহার করুন ঘরে ও বাইরে।
- সমপরিমাণ পানি ও আপেল সিডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন। বাইরে যাওয়ার আগে এটি স্প্রে করুন ত্বকে ও পোশাকে।