জানুন সিলিং ফ্যানের যত্নে ৬ টিপস

  • ওমেন্স কর্নার
  • জুলাই ১৮, ২০২৪

তীব্র গরমে আমাদের দুদণ্ড শান্তি দিতে দিনরাত ঘুরছে বাড়ির সিলিং ফ্যানগুলো। এগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের দিকেও তাই নজর দেওয়া জরুরি। অতিরিক্ত ময়লা জমলে গতি কমে যায় ফ্যানের। আবার বিয়ারিং বা অন্য কোনও সমস্যার কারণে ফ্যান করতে পারে বিরক্তিকর শব্দ। জেনে নিন ফ্যানের যত্নে জরুরি কিছু টিপস।

 

  • ফ্যানের ধাতব অংশ চুম্বকের মতো ধুলা টেনে নেয়। তাই এগুলো সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে ফেলা জরুরি। ব্লেড এবং ফ্যানের উন্মুক্ত অংশ থেকে ধুলা দূর করতে ভ্যাকুয়াম ওয়ান্ড সংযুক্তি বা পালক ডাস্টার ব্যবহার করুন। এছাড়া পুরনো বালিশের কভার দিয়েও খুব সহজে ফ্যানের ব্লেড পরিষ্কার করা যায়। এজন্য একটা সুতি কাপড়ের বালিশের কভার সামান্য ভিজিয়ে নিন। ফ্যানের ব্লেডে জামা পরানোর মতো করে সেটা পরিয়ে নিন। তারপর দুই হাতের সাহায্যে চেপে বের করে আনুন। এতে সব ময়লা বালিশের কভারের ভিতর গিয়ে পড়বে। বারবার পরিষ্কার করার প্রয়োজন হবে না। তবে ফ্যান পরিষ্কার করার সময় মাস্ক পরতে ভুলবেন না।
  • দীর্ঘদিন ফ্যান পরিষ্কার না করলে আঠালো হয়ে জমে থাকে ময়লা। এক্ষেত্রে প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে যেন ধুলা দূর হয়ে যায়। এরপর ভেজা কাপড় দিয়ে আরও একবার পরিষ্কার করতে হবে। শেষে সাবান পানি দিয়ে  কাপড় ভিজিয়ে পরিষ্কার করে নিতে হবে ব্লেড।
আরো পড়ুন:
অতিথি আপনার বাসায় ঢোকামাত্র যেসব বিষয় খেয়াল করেন
জেনে নিন বাথরুমের নোংরা টাইলস থেকে ছড়ায় যেসব রোগ
রান্নায় গ্যাসের অপচয় কমাতে মানতে পারেন এসব কৌশল
দেয়ালে টাঙানো ছবি পরিষ্কার করতে গিয়ে এই ভুলগুলো করবেন না
  • ফ্যান থেকে যদি গর্জনের মতো শব্দ আসে তাহলে ফ্যান সিস্টেমের স্ক্রু বা অন্য অংশ আলগা হওয়ার ঝুঁকি আছে। এক্ষেত্রে সমস্ত উপাদান পরীক্ষা করুন এবং স্ক্রু ড্রাইভার দিয়ে আলগা হতে পারে এমন স্ক্রু শক্ত করুন। সিলিং ফ্যান নিরাপদ কিনা তা নিশ্চিত করতে এখন ইলেক্ট্রিশিয়ান ডেকে নিন প্রয়োজনে। 
  • সিলিং ফ্যান রক্ষণাবেক্ষণের একটি অপরিহার্য অংশ হলো পর্যায়ক্রমে মোটর পরীক্ষা করা। মোটর পরিষ্কার করতে মোটর কভারের উপরের স্লিটগুলোতে ভ্যাকুয়াম প্রয়োগ করুন। ফ্যানের মোটর থেকে অতিরিক্ত ধুলা দূর হবে। 
  • ফ্যান থেকে ক্যাচ ক্যাচ ধরনের শব্দ আসলে ফ্যান বিয়ারিংয়ের সমস্যা হয়েছে বুঝতে হবে। সাধারণত লুব্রিকেট ব্যবহার করলে এই ধরনের শব্দ কমে যায়। 
  • ফ্যান কেবল শব্দ করলেই সার্ভিসিং করাতে হবে এমন নয়। বছরে দুইবার ইলেক্ট্রিশিয়ান ডেকে ফ্যান পরীক্ষানিরীক্ষা করিয়ে নিন। ক্যাপাসিটর ও বিয়ারিং ঠিক আছে কিনা দেখে নিন। অনেকদিন ভালো সার্ভিস দেবে ফ্যান।   
তথ্যসূত্র: হোম ওয়ারেন্টি অব আমেরিকা 

 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment