মাটি ছাড়া শুধু পানিতে বৃদ্ধি পায় যেসব গাছ
- ওমেন্স কর্নার
- সেপ্টেম্বর ১০, ২০২৪
গাছ মাটি ছাড়া বাঁচবে এটা কিছুটা অসম্ভব শোনায়। তবে আলো-বাতাস ছাড়া গাছ বাঁচবে- বিষয়টা অসম্ভব মনে হলেও এমন গাছ আছে যা শুধু পানিতে বেঁচে থাকে।
আমাদের মধ্যে এমন অনেকেই থাকে যাদের গাছ পছন্দ, কিন্তু গাছের পরিচর্যা করার সময় থাকে না। তাদের জন্য এমন গাছ প্রয়োজন- যেগুলো খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না, সেগুলো দিয়ে ঘর সাজাতে পারেন।
এমন কিছু গাছ হলো-
স্পাইডার প্ল্যান্ট
সরু সরু পাতার এই গাছ ঘরের বাতাস দূষণমুক্ত করতে সাহায্য করে। ঝাঁকড়া হয়ে ওঠা ছোট্ট গাছটি টেবিল বা ঘরের এক কনায় সাজিয়ে রাখলেও বেশ চোখের আরাম হয়। স্পাইডার প্ল্যান্টের বৃদ্ধির জন্য শুধু পানিই যথেষ্ট। পরিচর্যা ছাড়াই ভাল থাকতে পারে এই গাছ।
লাকি ব্যাম্বু
ঘর সাজানো শুধু নয়, অনেকে এক প্রকার ‘শো পিস’ হিসাবেও এই গাছ ঘরে রাখেন। কেউ কেউ মনে করেন, এই গাছ সৌভাগ্য বয়ে আনে। পানিতেই বৃদ্ধি পায় এই গাছ।
আরো পড়ুন:
দেয়ালে টাঙানো ছবি পরিষ্কার করতে গিয়ে এই ভুলগুলো করবেন না
মনস্টেরা প্ল্যান্ট নিয়ে এত মাতামাতি কেন জানেন?
এই ৫ ইনডোর প্ল্যান্ট বাঁচে ১০০ বছর
চার কৌশলে গরম কমান
পোথস
পোথস এই তালিকার আরও একটি সংযোজন। মাটি ছাড়া পানিতে বেঁচে থাকতে পারে গাছটি। পাতাগুলোতে সবুজের মধ্যে থাকে হলুদের ছিটে। টেবলে সাজিয়ে রাখলে বেশ সুন্দর লাগে।
স্নেক প্ল্যান্টস
ঘরের ভিতরের বাতাস দূষণমুক্ত করতে এই গাছ বেশ ভাল। শুধু পানিতেই বেঁচে থাকতে পারে গাছটি। বৃদ্ধিও পায়। বেশি যত্নেরও দরকার হয় না। অথচ ঘরে রাখলে সবুজের ছোঁয়ায় ঘর দেখতেও সুন্দর লাগে।
মনস্টেরা
এই গাছের পাতাগুলো বেশ বড়, দেখলে মনে হবে নকসা করা। মাটিতে এই গাছ যেমন বৃদ্ধি পায়, তেমনই শুধু পানিতেও বেঁচে থাকতে পারে। তবে শুধু পানিতে রাখলে একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়।