প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহারের ৮ উপায়

  • ওমেন্স কর্নার
  • নভেম্বর ১০, ২০২৪

প্লাস্টিকের বোতল পরিবেশ দূষণের অন্যতম কারণ। বাতিল প্লাস্টিকের বোতল বাইরে না ফেলে তাই তাকে নানা আকার ও রূপ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর জিনিস। আবার প্রয়োজনেও নানাভাবে কাজে লাগানো যায় এসব বোতল। 

১। বোতলের উপরের লেবেল খুলে শুকিয়ে নিন। পার্মানেন্ট মার্কারের সাহায্যে বিড়ালের আকৃতি এঁকে নিন। বিড়ালের আকৃতি অনুযায়ী কেটে ফেলুন বোতল। সাদা স্প্রে পেইন্টের সাহায্যে রঙ করে নিন কেটে ফেলা অংশ। রঙ যেন আশেপাশে ছড়িয়ে না পড়ে সেজন্য কার্ডবোর্ড দিয়ে ঢেকে নিন চারদিক। মার্কার দিয়ে বিড়ালের মুখাকৃতির বাকি নকশা এঁকে নিন। গোলাপি মার্কার দিয়ে কান ও ঠোঁটের অংশ রঙ করুন। টবের ভেতর মাটি বা পানি দিয়ে পছন্দের গাছ রাখুন।

২। প্লাস্টিকের বোতলের মুখের অংশটি কেটে নিয়ে বা আড়াআড়িভাবে একটি দিক কেটে নিয়ে তার মধ্যেই গাছ বসাতে পারেন। বোতলের গায়ে পছন্দসই রঙের প্রলেপ লাগিয়ে নিন। আরও সুন্দর দেখাবে।

আরো পড়ুন:
চাবি হারিয়ে গেলে যেভাবে তালা খুলবেন!
কম খরচেই মনের মতো করে সাজান বারান্দা
জানুন সিলিং ফ্যানের যত্নে ৬ টিপস
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায় জেনে নিন 

৩। মোবাইল চার্জে দিয়ে রাখার জায়গা পাচ্ছেন না? প্লাস্টিকের বোতলের মাঝ বরাবর কেটে নিন। এক পাশের অংশ আরেকটু বেশি করে কাটুন যেন এক পাশের চাইতে আরেক পাশ ছোট হয়। প্লাগ পয়েন্টের ছিদ্র অনুযায়ী বোতলে ছিদ্র করে নিন। এবার ছিদ্রের মধ্য দিয়ে চার্জার ঢুকিয়ে ফোন কেস হিসেবে ব্যবহার করুন বোতল! চাইলে অ্যাক্রেলিক রঙ দিয়ে চমৎকার করে সাজিয়ে নিতে পারেন হাতে তৈরি করা অভিনব ফোন কেসটি।

৪। বিভিন্ন রঙের প্লাস্টিকের বোতল থাকলে তার মধ্যে ছোট লাইট ভরে ফেলতে পারেন। একাধিক বোতলে লাইট ভরে ঘরের ছাদেও লাগিয়ে নিতে পারেন। বেশ নতুন ধরনের আলোকসজ্জা হয়ে যাবে।

৫। স্বচ্ছ বোতলের নিচের অংশে রঙ করে পানি ভরে নিন। এবার মানিপ্ল্যান্ট ধরনের গাছ বোতলে রেখে বসার ঘরের ওয়ালে সাজিয়ে রাখুন। দেখুন কেমন নান্দনিকতা চলে এসেছে ঘরের সাজে! 

৬। সুবাসিত শুকনো ফুল ও পাতা দিয়ে বোতলের অর্ধেক ভরে ফেলতে পারেন। তারপরে তা সাজিয়ে রাখুন স্নানঘরে। দেখতেও ভালো লাগবে। একই সঙ্গে সুগন্ধে ভরে উঠবে স্নানঘর।

৭। প্লাস্টিকের বোতল মাঝ বরাবর কেটে ফেলুন। প্রথমে কলম দিয়ে দাগ কেটে নিন। তারপরে ছুরি গরম করে দাগ বরাবর দু’ভাগে কেটে ফেলুন। মাঝখানে চেন লাগিয়ে নিন আঠা দিয়ে। রংপেনসিল বা পেন রাখার কাজে ব্যবহার করতে পারেন এটি।

৮। প্লাস্টিকের বোতলের নিচের অংশ কেটে নিন। বোতলে মাটি ভরে গাছ লাগিয়ে উল্টো করে ঝুলিয়ে দিন বারান্দায়।

সূত্র: বাংলা ট্রিবিউন 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment