পুরানো আসবাবপত্র কেনাবেচা সম্পর্কে জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২১, ২০১৭
চাকরিতে বদলি হয়েছেন ? বাসা বদল করতে হবে ? নতুন বছরে বাসায় নুতনত্বের ছোঁয়া আনতে চাচ্ছেন ?
এই তিনটা প্রশ্নেই একটা সমস্যা রয়েছে। বাসার পুরোনো আসবাবপত্র ! নুতন বাসায় পুরোনো আসবাবপত্র টেনে নিয়ে যাওয়া বিশাল একটা ঝামেলা। তাই বলে কি পুরোনো আসবাবপত্র ফেলে দিবেন ? একদম না। পুরোনো আসবাবপত্র বিক্রি করে হাতে কিছু এক্সট্রা টাকা নিয়ে আসতে পারেন। নুতন আসবাবপত্র কিনতে এই টাকাগুলো কাজেও লাগাতে পারেন অথবা নিজের অন্য কাজেও ব্যবহার করতে পারেন।
আপনি নুতন সংসার করতে যাচ্ছেন ? বাসা তো নিয়েছেন , এখন বাসা সাজানো নিয়ে ভাবছেন ? হাতে এতো বেশি টাকাও নেই যে সব নুতন আসবাবপত্র কিনে ফেলবেন ? কিনে নিতে পারেন পুরোনো কিছু আসবাবপত্র ।
আরো পড়ুনঃ মেয়েদের ওভার অ্যাক্টিভ ব্লাডার সমস্যা নিয়ে কিছু কথা
কোথায় পাবেন : ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পুরোনো আসবাবপত্র পাওয়া যায়। একক বাজার হিসেবে গুলশান ১ নাম্বারে অবস্থিত গুলশান শপিং সেন্টারের ২য় তলা, সেগুন বাগিচার শিল্পকলা একাডেমীর দক্ষিণ -পূর্ব কিনার, খিলগাঁও রেলগেট এবং মোহাম্মদপুর শহীদ পার্ক মার্কেট রয়েছে । ঢাকার আজিমপুরে চায়না বিল্ডিংয়ের সামনে রয়েছে ১০-১২টি দোকান। জুরাইন রেলগেট, উত্তর যাত্রাবাড়ি, আগারগাঁও, তালতলা, উত্তরার মাস্কট প্লাজার কিছুটা আগে এবং মিরপুর – ১ সহ আরো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে কিছু দোকান রয়েছে।
গুলশান শপিং সেন্টার : গুলশানে রয়েছে মান সম্মত আধুনিক শপিং সেন্টার। এখানে ২৪০টি থেকে ২৫০টি দোকান রয়েছে। ঢাকার সব এলাকা থেকেই মানুষ এখানে পুরোনো আসবাবপত্র বেচা কেনার জন্য আসে।
কি পাবেন : এই মার্কেটগুলোতে পাওয়া যায় বেত এবং কাঠের আসবাবপত্র। এছাড়া ইস্টিলের আসবাবপত্রও পাবেন। কাঠের আসবাবপত্রের মধ্যে পাবেন চেয়ার, টেবিল, ওয়ারড্রোব, আলমারী , ড্রেসিং টেবিল, শোকেস, ফাইল কেবিনেট , সোফাসেট ইত্যাদি।
ইস্টিলের আসবাবপত্রের মধ্যে পাবেন খাট, আলমারী, রিভলভিং চেয়ার ইত্যাদি। এছাড়াও পাবেন ফ্রিজ, ওয়াশিং মেশিন, জেনারেটর, মাইক্রো ওভেন ইত্যাদি
দাম : পুরোনো আসবাবপত্রের দাম নির্ভর করে নুতন জিনিসপত্রের দামের ভিত্তিতে। নতুন আসবাবপত্রের চেয়ে ২০থেকে ৮০ কমে পুরোনো আসবাবপত্র কেনা বেচা হয়।
হোম সার্ভিস : পুরোনো আসবাবপত্রে রয়েছে হোম সার্ভিসের ব্যবস্থা। আপনি আসবাবপত্র কেনার পর পরবর্তী সকল সুবিধা এসব দোকান থেকে কম খরচে দেয়া হয়ে থাকে।
আরো পড়ুনঃ ধনুরাসন আপনার শ্বাসকষ্ট কমাবে !