জেনে নিন ঘরের টুকিটাকি কিন্ত প্রয়োজনীয় কিছু টিপস
- ওমেন্সকর্নার ডেস্ক
- নভেম্বর ২৭, ২০১৭
প্রিয় গাড়ির রং উঠে যাচ্ছে?
বাজার থেকে গাড়ির রঙের সাথে মিলিয়ে নেইল পলিশ কিনে এনে সে জায়গায় লাগিয়ে দিন আর চমক দেখুন।
কাপড়ে চুইংগাম লেগে গেছে?
তবে সে কাপড় ফ্রিজে রেখে দিন কিছুক্ষন। এবার দেখুন চুইংগাম খুব সহজেই উঠে যাচ্ছে। কাপড় ফ্রিজে রাখার ব্যাপারটা হাস্যকর মনে হলেও কার্যকর।
আরো কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন -
(১) এক কাপড়ের রং যাতে অন্য কাপড়ে না লাগে এজন্য কাপড় ভেজানো পানিতে লবন ছড়িয়ে দিন এক কাপড়ের রং অন্য কাপড়ে আর লাগবে না।
(২) আয়না চকচকে করতে ভেজা আয়না শুকনো পত্রিকার পাতা দিয়ে হালকা করে ঘষে নিন দেখুন গ্লাস ক্লিনার লাগবে না। চকচক করবে আয়না।
(৩) বাসনের বসে যাওয়া দাগ দূর করতে টুথপেস্ট ব্যবহার করুন আর ম্যাজিক দেখুন।
(৪) ঘরে ফ্রিজ নেই অথচ পেয়াজঁ দীর্ঘদিন সংরক্ষন করতে হবে? তবে চিন্তা নেই পেয়াজেঁর খোসা ছাড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন ভালো থাকবে।
(৫) আলু আর পেয়াজঁ এক সাথে স্টোর করবেন না, আলু দ্রুত নষ্ট হয়ে যাবে।
(৬) রান্না করার সময় তরকারিতে লবন বেশি হয়ে গেলে, এক টুকরো আলু ছেড়ে দিন আলু অতিরিক্ত লবন চুষে নেবে।
(৭) তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে সুপারি ছেড়ে দিন হলুদ ভাব কমে যাবে।
(৮) তরকারিতে বেশি তেল ঢেলে দিয়েছেন? সমস্যা নেই! কয়েক টুকরো বরফ ঠান্ডা তরকারিতে ছেড়ে দিন। বরফ তেল চুষে নিবে। সাথে সাথে বরফ গুলো উঠিয়ে ফেলে দিন।
(৯) ফ্রিজে বাজে গন্ধ লাগলে এক টুকরো লেবু কেটে ফ্রিজে রেখে দিন। বাজে গন্ধটা আর থাকবে না। লেবু ফ্রিজে ভালো গন্ধ ছড়াবে।
(১০) চাউলে যাতে পোকা না ধরে, এজন্য কয়েকটা নিম পাতা চালের পাত্রে রেখে দিন। পোকা ধরবে না।
(১১) কাপড়ে পোকার আক্রমণ থামাতে শুকনো মরিচ একটি কাপড়ে জড়িয়ে আলমারিতে রেখে দিন। এতে পোকার উপদ্রব কমে যাবে।
(১২) ডিম তাড়াতাড়ি সিদ্ধ করতে লবণ ছিটিয়ে দিন জলদি সিদ্ধ হবে।
(১৩) ফলমূল কাটার পর লবণ পানিতে ভিজিয়ে রাখুন, কালো হবে না।
(১৪) পনির কয়েক দিন ভালো রাখতে ব্লটিং পেপারে মুড়ে রাখুন। পনির নরম করতে দু-তিন মিনিট হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন ধরম হয়ে যাবে।
(১৫) কলা, আপেল ইত্যাদি ফল তাজা রাখতে পত্রিকা দিয়ে মুড়ে ফ্রিজে রাখুন।
(১৬) ব্লেন্ডারের ব্লেড ঠিক রাখতে কদিন পরপর ব্লেন্ডারে লবণ ব্লেন্ড করুন, এতে ব্লেন্ডারের ব্লেড ধারালো থাকবে অনেক দিন।
(১৭) মশার উপদ্রব কমাতে কর্পূর পানিতে গুলে ঘরে রাখুন, দেখবেন মশা আসবে না। একই পদ্ধতি তেলাপোকা তাড়াতেও ব্যবহার করতে পারেন।
(১৮) পেয়াজঁ কাটার সময় চোখে পানি না আনতে চাইলে, খোসা ছাড়িয়ে পেয়াজঁ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন অথবা পেয়াজ কাটার সময় চুইংগাম চিবাতে থাকুন। চোখে পানি আসবে না।
(১৯) বেসিনের পাইপ পরিষ্কার করতে আগের রাতে পাইপে ভিনেগার ঢেলে রাখুন। পরের দিন একটু গরম পানি ঢেলে দিলেই পাইপ পরিষ্কার হয়ে যাবে।
(২০) কাজু বাদামের খোসা কখনো ফেলবেন না। এটা গোলাপ গাছের জন্যে সবচেয়ে কাজের সার হিসেবে কাজে লাগবে।
(২১) চুলা বা ওভেনে কিছু রান্না করার সময় তা উপচে পড়ে গেলে এর উপর লবণ ছড়িয়ে দিন, সহজে উঠে যাবে।
(২২) ভেজা কাপড় দ্রুত শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন।
(২৩) ফ্রিজে কোন দাগ লাগলে একটু টুথপেস্ট লাগিয়ে দাগ উঠাতে পারবেন সহজেই।
(২৪) বাথরুমের টাইলস চকচকে করতে চাইলে ডিটারজেন্টের সাথে লেবু আর ফিনাইল মিশিয়ে পরিষ্কার করুন, চকচক করবে টাইলস।
(২৫) কাঠের আসবাব পত্র ঠান্ডা চা-পাতা মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করুন, নতুনের মতোই চকচক করবে।
(২৬) ঘরের ভ্যাপসা গন্ধ দুর করতে দেশলাই জ্বালিয়ে নিন, গন্ধ চলে যাবে।
(২৭) কাপড় ইস্ত্রি করার সময় তাতে পানি ছড়িয়ে দিন, দেখবেন সময় কম লাগবে। ইচ্ছা হলে এ পানিতে কয়েক ফোটা পারফিউম ঢেলে দিন, কাপড়ে সুগন্ধ থাকবে দীর্ঘক্ষন।
(২৮) মাছির উপদ্রব কমাতে কয়েকটা পুদিনা পাতা একটা গ্লাসে ভিজিয়ে রেখে দিন। মাছি আসবে না।
(২৯) এনামেলের বাসনের দাগ উঠাতে লবণ আর ভিনেগারের মিশ্রন ব্যবহার করুন।
(৩০) বিস্কুট কড়কড়ে রাখতে বিস্কুটের পাত্রে এক টুকরো ব্লটিং পেপার রেখে দিন।
(৩১) চিনির পাত্রে কয়েকটা লবঙ্গ রেখে দিন, পিঁপড়ে ধরবে না।
(৩২) টিন থেকে মরচের দাগ উঠাতে আলু দিয়ে ঘষে দেখুন কাজে আসবে।
(৩৩) চাল ধোঁয়া পানিতে স্টিলের বাসন গুলো ভিজিয়ে রেখে দিন, চকচক করবে।
(৩৪) নিমপাতা পানিতে সিদ্ধ করে সে পানি দিয়ে ঘরের ফ্লোর ক্লিন করুন। পোকামাকড় আসবে না।
(৩৫) প্রেশার কুকারের গ্যাসকেট মাঝে মাঝে ফ্রিজে রেখে দিন, অনেক দিন টিকবে।
(৩৬) ক্যাবিনেট বা ড্রয়ার অনেক সময় আটকে যায়, তাই ড্রয়ারের ধারে মোমবাতি ঘষে রাখুন আর আটকাবে না।
(৩৭) সিঙ্কের মুখ জ্যাম হয়ে গেলে লবন ফুটিয়ে সিঙ্কের মুখে ঢেলে দিন।
(৩৮) রান্না করার সময় হাতে হলুদের দাগ লাগলে আলুর খোসা দিয়ে ঘষে নিন, হাতের দাগ চলে যাবে।
(৩৯) মজাদার কফি বানাতে চাইলে তাতে কিছু টেবিল সল্ট মিশিয়ে নিন, খেতে দারুন লাগবে।
(৪০) রান্না করার সময় তা পুড়ে গেলে পাত্র কঠিন দাগ লেগে যায়। পাত্রে লবণ আর পানি একসাথে ফুটান। দেখবেন দাগ উঠে গেছে।
(৪১) ঘরের মেঝে পরিষ্কার করার জন্য কেরোসিন পানিতে মিক্স করে নিন। চকচক করবে মেঝে।
(৪২) কাপড়ে কলমের কালি লেগে গেলে দাগের উপর কাঁচা মরিচ ঘষে নিন দাগ উঠে যাবে।
(৪৩) কাপড় থেকে যে কোন ধরনের দাগ উঠাতে পাতি লেবুর রস কার্যকর।
(৪৪) মোজা ধবধবে সাদা করতে সিরকার পানিতে চুবিয়ে নিন, মোলায়েম ও থাকবে সাথে চকচক ও করবে।
(৪৫) ব্যাগের হাতলের ধাতব অংশে ন্যাচারাল নেইল পলিশ লাগিয়ে দিন রং উঠবে না সহজে।
(৪৬) ঘরের কারেন্টের তার গুলো আলাদা করে রাখতে পেপার ক্লিপ দিয়ে আটকে রাখুন জট বাধঁবে না।
(৪৭) প্যান কেক বানাচ্ছেন ? তবে প্যান কেক মিক্স একটা সসের বোতলে ঢেলে তারপর প্যানে ঢালুন দেখবেন চমৎকার শেপের প্যান কেক হবে।
(৪৮) কোল্ড কফি বানাতে আগে থেকে তা আইস ট্রেতে ঢেলে রাখুন। কোল্ড কফি বানানো সহজ হবে।
(৪৯) ঘরের চাবিগুলো সহজে চিনতে প্রত্যেকটা চাবিতে আলাদা রঙের নেইল পলিশ লাগিয়ে দিন। চিনতে সুবিদা হবে।
(৫০) কোন কিছু দ্রুত ঠান্ডা করতে তা ভেজা টিস্যু দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দিন দেখবেন দ্রুত ঠান্ডা হয়ে গেছে।
তথ্য এবং ছবি : গুগল