টাইলস পরিষ্কার করুন সহজ উপায়ে
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ১৫, ২০২০
টাইলস পরিষ্কার করা বেশ কষ্টকর। কিন্তু কিছু উপায় আছে যা এই কষ্টকর বিরক্তিকর কাজটি সহজ করে দিতে পারে।
১. বাথরুমের মেঝে শুকিয়ে ফেলুনঃ বাথরুম পরিষ্কার করার আগে একটি শুকনো কাপড় দিয়ে মেঝে, দেয়াল ভালো করে মুছে নিন। এতে করে বাথরুমের বাড়তি ময়লা ও তলানি পরিষ্কার করা সহজ হবে।
আরো পড়ুনঃ শীতে ওজন কেন বাড়ে জানেন ?
২. টাইলস ক্লিনার ব্যবহার করুনঃ সম্পূর্ণ বাথরুমের টাইলসে টাইলস ক্লিনার বা টয়লেট ক্লিনার ছিটিয়ে দিন। এবার এই ক্লিনার দিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।প্রতিদিন এটা করতে পারেন।
৩. শক্ত ব্রাশ ব্যবহার করুনঃ টাইলস পরিষ্কার করার জন্য শক্ত ব্রাশ ব্যবহার করুন। শক্ত ব্রাশ দিয়ে টাইলসের মেঝে ভাল করে ঘষুন। পুরাতন অব্যবহৃত টুথব্রাশ দিয়ে বাথরুমের কোণাগুলো পরিষ্কার করুন।
৪. পানি দিয়ে পরিষ্কার করুনঃ ব্রাশ দিয়ে ঘষার পর ময়লা পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেশি পরিমাণে পানি ঢালুন যাতে করে বাথরুমের কোণায় কোণায় জমে থাকা ময়লা সব ধুয়ে চলে যায়।
আরো পড়ুনঃ ঘরোয়া উপায়ে গলাব্যথা কমিয়ে নিন
৫. বেকিং সোডাঃ বেকিং সোডা এবং পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি টাইলসে লাগিয়ে কিছুক্ষণ ঘষুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।