আপনার ঘর সহজেই গুছিয়ে রাখবেন যেভাবে
- কবিতা আক্তার
- নভেম্বর ২০, ২০২১
আপনার ঘর হয়ে উঠুক আপনার মনের মত। একটি সাজানো পরিপাটি ঘর কার না ভালো লাগে। সারাদিনের কর্মব্যস্ততার পর বাসায় ফিরে যদি দেখেন আপনার ঘরটি এলোমেলো হয়ে আছে সে ক্ষেত্রে এটি আপনার প্রশান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। তাই গুছিয়ে রাখুন আপনার ঘরটি। জেনে নিন ঘর গুছিয়ে রাখার সহজ কিছু উপায়...
১. প্রথমে পরিকল্পনা করে নিন, আপনার ঘরে কোথায় কোন জিনিস রাখতে চান। এতে সহজেই গুছিয়ে নিতে পারবেন আপনার ঘর। সবার আগে গুছিয়ে নিতে পারেন আপনার শোবার ঘর।
আরো পড়ুনঃ ত্বকের বলিরেখা দূর করার প্রাকৃতিক উপায়
২. আপনার ঘরের আলমারিটা গুছিয়ে নিন। কাপড়গুলো এমন ভাবে গুছিয়ে রাখুন যেন প্রয়োজনের সময় খুঁজতে না হয়, সহজে পাওয়া যায়। এক্ষেত্রে ছোট জিনিস গুলো রাখতে পারেন ড্রয়ারে। নিত্যদিনের ব্যবহার্য কাপড়গুলো আলাদা করে রাখুন এবং কোন অনুষ্ঠানে পরার কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে আলাদা করে রাখতে পারেন।
৩. গুছিয়ে নিন আপনার ড্রেসিং টেবিলটি। প্রয়োজনীয় জিনিসগুলো ড্রেসিং টেবিলের উপরে রেখে বাকি জিনিসগুলোর ড্রয়ারে রেখে দিন। এতে আপনার ড্রেসিংটেবিলটি থাকবে গোছানো।
৪. আপনার ঘরের আসবাবগুলো গোছানোর সময় একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করুন। এতে ধুলোবালি সহজে পরিষ্কার করতে পারবেন।
৫. জুতার রেক গোছানোর ক্ষেত্রে আলাদা আলাদা তাকে জুতা গুলো সাজিয়ে রাখুন। যেমন অফিসে পড়ার জুতা আলাদা তাকে রাখুন। তেমনি বাইরে পড়ার জুতাও আলাদা করে গুছিয়ে রাখুন। যেন প্রয়োজনে সহজেই এগুলো হাতের কাছে পান।
আরো পড়ুনঃ নারীদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS পাথর এর কারণ
৬. রান্না ঘর গোছানোর ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখুন। কেবিনেট এর মধ্যে হাড়ি পাতিল গুলো সাজিয়ে রাখতে পারেন। আলাদা আলাদা বক্সে রাখতে পারেন মসলা। কেবিনেট এর সামনের দিকের ড্রয়ারে রাখতে পারেন প্রতিদিনের ব্যবহারের বাসনপত্র।
পরিষ্কার ও গোছানো ঘর পেতে খুব সহজেই এভাবে গুছিয়ে নিতে পারেন আপনার ঘর। এতে আপনার সময় অপচয় কম হবে অন্যদিকে আপনি পাবেন একটি পরিষ্কার গোছানো ঘর।