শাঁখা, সিঁদুর ব্যবহারের আধ্যাত্মিক, সামাজিক ও বৈজ্ঞানিক কারণ!
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ২৫, ২০২১
আধ্যাত্মিক কারণঃ শাঁখার রঙ সাদা, সিঁদুরের রঙ লাল, লোহার কালো রঙ গুণের প্রতীক। সংসারী লোকেরা তিনটি গুণের অধীন হয়ে সংসার ধর্ম পালন করে।
সামাজিক কারণঃ এর মাধ্যমে নারী তার আত্নপরিচয় গোপন না করে সমাজকে সংঘবদ্ধ করে। পুরুষের মনের সুপ্তভোগের বাসনাকে সংযমে পরিণত করে। স্বামী ভিন্ন জ্ঞানবান পুরুষ ঐ নারীকে মাতৃরূপে দেখতে পারে।
আরো পড়ুনঃ মেয়েলি রোগ লিউকোরিয়ার (সাদাস্রাব ) কারণ ও প্রতিকার
বৈজ্ঞানিক কারণঃ রক্তের ৩টি উপাদান। শাঁখায় ক্যালসিয়াম, সিঁদুরে মার্কারি বা পারদ, লোহায় আয়রন আছে। রক্তের তিনটি উপাদান মা-বোনেদের মাসিক রজঃস্রাবের সাথে বের হয়ে যায়। এই তিনটি জিনিস নিয়মিত পরিধানে রক্তের সে ঘাটতি পূরণ হয়। এগুলো শারিরীক এবং মানসিক বিভিন্ন রোগ সাড়াতে সহায়তা করে।
লক্ষণীয় বিষয়ঃ সিঁদুর দেওয়ার সময় নারীরা নিচের দিকে নয় বরং উপরের দিকে তোলে। এর কারণ হলো, সিঁদুর উর্ধ্বায়নের মাধ্যমে রমনীগন তাদের স্বামীর আয়ু বৃদ্ধির প্রার্থনা করে।
আরো পড়ুনঃ ঘরের কাজের মাধ্যমেই গড়ে তুলন আকর্ষণীয় ফিগার
শুভ বিজয়া বা বিভিন্ন পূজা পার্বণে নারীরা দেবীদুর্গাকে সিঁদুর ছোঁয়ান এবং একে অন্যকে সিঁদুর পড়ান। কারণ তারা দেবী দুর্গার নিকট প্রার্থনা করেন যেন তাদের সিঁথির সিঁদুর অক্ষয় থাকে।