নারকেলের শুকনো খোসা দিয়ে ধূপ দেয় কেন?
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ২৫, ২০২১
নারকেলের শুকনো খোসার ধোয়াতে মশা মাছি চলে যায়। এছাড়া এতে গুঁড়ো ধূপ যোগ করলে সুগন্ধ বের হয়। এই ধূপ রোগ জীবাণু নষ্ট করে। মশক ও মাছি বাহিত রোগের আশঙ্কা কমে যায়।
তাই নারকেলের শুকনো খোসা দিয়ে ধূপ দেওয়া হয়। ঠিক এই কারণে বসন্ত রোগের সময় নিমপাতার ধোয়া দেয়।
আরো পড়ুনঃ মর্নিং সিকনেসের কারণে শিশু কি ক্ষতিগ্রস্ত হবে ?
নিমপাতা চর্ম রোগের প্রতিষেধক। একই কারণে বসন্ত রোগের সময় রোগীকে নিমপাতার বাতাস দেওয়া হয়।