এই কাজগুলো করলে শনিদেবের দশা কেটে যাবে
- সংগীতা চৌধুরী
- মে ১, ২০২১
শনিবার শনি দেবের বার। শনিদেব কে গ্রহরাজ বলা হয়। তিনি গ্রহদের অধিপতি। তিনি যদি কারোর উপর রুষ্ট হন তাহলে তার জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তাই প্রতিটি মানুষই শনিদেবের অনুগ্রহ পেতে চান। আজকের প্রতিবেদনে বলবো-শনিদেবের কৃপা বা অনুগ্রহ পাওয়ার কয়েকটি উপায়।
১। প্রতি শনিবার শিবলিঙ্গে জল ঢালুন। শনি মহাদশা কাটার এটি একটি কার্যকরী উপায়।
২। শনিদেবের পছন্দের রং কালো। তাই আপনার জন্ম ছকে যদি শনিদেব দুর্বল হন, তাহলে প্রতি শনিবার অতি অবশ্যই কালো বস্ত্র ধারণ করুন।
আরো পড়ুন : সঙ্গীহীন একা নারীরাই জীবনের সবচেয়ে বেশি সুখী বলছে গবেষণা
৩।' ওঁ শং শনৈশ্চরায় নমঃ'-শনিদেবের এই মন্ত্রটি শনিবার কমপক্ষে ১০৮ বার জপ করার চেষ্টা করুন।
৪। শনিদেবের অনুগ্রহ পেতে যে কোনো ধরণের মাদক আসক্তি থেকে দূরে থাকুন।
৫। শনিদেব সব সময় ন্যায় বিচার করে থাকেন। তাই কখনো কারোর প্রতি অন্যায় আচরণ করবেন না। বাড়ির বয়স্ক প্রবীণ ব্যক্তিদের সম্মান করুন ,সকলের সাথে ভালো আচরণ করুন -এতে শনিদেব প্রীত হবেন।
৬। প্রতি শনিবার হনুমান চালিশা পাঠ করুন, এতে শনি দশা কেটে যায়।
আরো পড়ুন : স্বামীরাই নারীদের অধিক যন্ত্রণা দেয় বাচ্চাদের চেয়েও!
৭। শনিবার নিরামিষ ভোজন করুন।
৮। এক বাটি সরিষার তেলে নিজের ছায়া দেখুন এরপর শনিবার এই তেলটি দান করুন।