পূজা স্পেশাল ভোগের সাদা খিচুড়ি রেসিপি
- তাসফিয়া আমীন
- সেপ্টেম্বর ২২, ২০২১
পূজার ভোগ মানেই নিরামিষ রান্না। আসুন দেখে নেই দুর্গা পূজার নিরামিষ ভোগের সাদা খিচুড়ি রেসিপি।
উপকরণঃ
- গোবিন্দভোগ চাল ১ কেজি
- মুগ ডাল ১/২ কেজি
- গোটা গোলমরিচ ১৫ টা
- গোটা জিরা ১ টেবিল চামচ
- লবঙ্গ ৫-৬টা
- এলাচ ৭-৮ টা
আরো পড়ুনঃ তাৎক্ষণিকভাবে ত্বকের উজ্জ্বলতা ফিরে পাওয়ার কার্যকরী ফেসপ্যাক
- দারচিনি ২-৩ টুকরো
- তেজপাতা ২-৩ টা
- ঘি ১/২ কাপ
- তেল ১/২ কাপ
- কিশমিশ ২৫-৩০টা
- কাঠবাদাম কুচি
- আদা বাটা ২ টেবিল চামচ
- শুকনা মরিচ ৩ টা
- কাঁচা মরিচ পছন্দমতো
- লবন ও চিনি স্বাদমতো
- পানি পরিমান মতো
প্রণালীঃ
- সসপ্যানে তেল ও ঘি এক সঙ্গে গরম করে তাতে গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ দিয়ে হালকা নেড়ে নিয়ে গোবিন্দভোগ চাল, মুগ ডাল দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নিন।
- এরপর আদা বাটা, লবণ ও চিনি স্বাদমতো দিয়ে আরও তিন মিনিট ভেজে গরম পানি দিয়ে দিতে হবে পরিমাণমতো।
আরো পড়ুনঃ নতুন জুতা পরে পায়ে ফোসকা পড়লে করণীয় জানুন
- ফুটে উঠলে তার মধ্যে কিশমিশ, কাঠবাদাম কুচি, কাঁচা মরিচ ও ২ টেবিল চামচ ঘি দিয়ে ঢেকে দিতে হবে।
- একদম অল্প আঁচে ২০-৩০ মিনিট দমে রাখুন। এরপর গরম গমর পরিবেশন করুন।