অপরিচিত মানুষদের সাথে সহজে মেশার উপায় কী ?
- ফারজানা আক্তার
- ফেব্রুয়ারি ১৯, ২০২২
ইন্ট্রোভার্ট মানুষেরা নিজের মাঝে গুটিয়ে থাকে। তারা তাদের পরিচিত মহলে ঠিকভাবে মিশে না। অপরিচিতদের মহলের কথা বাদ দিলাম। কিন্তু পড়াশোনা, চাকরি বা ব্যবসা অথবা আরো নানান কারণে তাদের অনেক অপরিচিতদের সাথে মিশতে হয়।
এক্সট্রোভার্ট মানুষেরাও মাঝে মাঝে অপরিচিত মানুষদের সাথে সহজে মিশতে পারে না। সবার না, কিছু কিছু মানুষের সমস্যা হয়। আজকে আমরা আলোচনা করবো অপরিচিত মানুষদের সাথে মেশার সহজ এবং সঠিক উপায় নিয়ে।
১। আপনার ধর্ম অনুযায়ী সালাম, আদাব বলে নিজ থেকে কথা বলতে এগিয়ে যাবেন।
২। কোন বিষয় আলোচনা, জিজ্ঞাসা বা জানতে চাওয়ার আগে তার নাম জেনে নিবেন।
আরো পড়ুন : সন্তান জন্মের পর মায়েদের কি খাওয়া উচিত জানুন
৩। যতটুকুই কথা বলবেন বা যাই বলবেন কনফিডেন্স নিয়ে বলবেন। কোন জড়তা রাখবেন না। আত্মবিশ্বাসী মানুষের সাথে কথা বলতে সবাই আগ্রহী হয়ে উঠে।
৪। শুরুতে নিজেকে জাহির করতে যাবেন না। মানে আপনার কী আছে, আপনার বাবার বা ১৮ পুরুষের কী আছে ইত্যাদির গল্প শুরু করে দিবেন না।
৫। কথা বলতে বলতে অপরিচিত মানুষটির রুচি, ব্যক্তিত্ববোধ সম্পর্কে প্রাইমারি ধারণা নিয়ে নিতে হবে। এবং সেই অনুযায়ী আগাতে হবে।
৬। কথাবার্তায় অবশ্যই বিনয়ী ভাব এবং ভদ্রতা বজায় রাখতে হবে।
৭। নিজের ব্যক্তিত্বভাবটুকু যতটা সম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে।
আরো পড়ুন : বাচ্চা ঘুমাতে চায় না, জেনে নিন ঘুম পাড়ানোর সহজ উপায়
৮। যার সাথে কথা বলবেন তার পছন্দের এবং আগ্রহের বিষয়গুলো জানার চেষ্টা করুন। নিজের কথা আগ বাড়িয়ে বলতে যাবেন না।
৯। অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। এবং তার উত্তরের সাথে সহমত প্রকাশ করবেন।
১০। তার আগ্রহের কোন বিষয় নিয়ে আপনার জীবনের মজার কোন অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন। তাতে করে তিনি কথা বলতে আরো উৎসাহবোধ করবেন।
১১। সে যে মতাদর্শে বিশ্বাস করে সেটা নিয়ে নেগেটিভ কথা বলবেন না। প্রয়োজনে দুই চারটা ভালো কথা বলবেন।
১২। কথা বলতে বলতে নিজ থেকে চা - কফির অফার করুন।
১৩। অন্যের মাঝে নিজের প্রতি আগ্রহ তৈরী করার বড় অস্ত্র হচ্ছে তার মনের মধ্যে নিজেকে প্রবেশ করানো। সেটার চেষ্টা করুন।
সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।
আরো পড়ুন : প্রতিদিন গরম পানি খেলে যে উপকার পাবেন