সম্পর্ক ভেঙে যেতে পারে যে ৫ কারণে
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ১, ২০২২
দুজন মানুষ একসাথে থাকতে গেলে নানা বিষয়ে মতভেদ হতেই পারে। সবার চিন্তাধারা আলাদা। সেসব চিন্তাধারা গুলোকে একসাথে ঘাটতে গিয়ে প্রায় ঝগড়া, মনোমালিন্য সৃষ্টি হয়। তবে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো একটানা চলতে থাকলে ধীরে ধীরে সম্পর্ক নষ্ট হতে থাকে।
১. ঝগড়ার সময় আরেকজনকে ছোট করে কথা বলা কিংবা গালি দেওয়া খুবই অনুচিত। অন্যের সামনে ঝগড়া করাও ঠিক নয়। এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে সম্পর্কের শ্রদ্ধাবোধ হারিয়ে যায়। ফলে নষ্ট হয়ে যায় সম্পর্ক।
আরো পড়ুনঃ পিতা-মাতার উচিত শিশুকে এই পাঁচটি অভ্যাস শেখানো
২. সব সময় সবকিছু আপনার মনের মত হতে হবে বা হবে এই চিন্তা থেকে বেরিয়ে আসা জরুরি। নিজের কিছু পছন্দ না হলে সঙ্গীকে 'না' বলার অভ্যাস সম্পর্কের জন্য ক্ষতিকারক। অন্যের পছন্দের দাম দিতে হবে। ঘরের কাছেও দুজনের সমান অংশগ্রহণ জরুরি।
৩. শারীরিক সম্পর্কে দীর্ঘদিন ধরে অনীহা থাকলে সেই সম্পর্ক খুব বেশি দূর যাবে না।
৪. সঙ্গীর সঙ্গে আপনার মানসিক দূরত্ব থাকলে সেটা সম্পর্কের জন্য ক্ষতিকারক। সারাদিন বিভিন্ন অনুভূতি যদি সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা না হয়, তাহলে বুঝবেন সে সম্পর্কের কোন ভবিষ্যৎ নেই।
আরো পড়ুনঃ আপনার শিশুকে এই খাবারগুলো দেয়ার আগে সাবধান হোন
৫. ঝগড়া শেষ করার জন্য সব সময় এক পক্ষ দুঃখ প্রকাশ করতে থাকলে সেটি সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হতে পারে।