কখন একজন মানুষকে এড়িয়ে চলা উচিত ?
- ফারজানা আক্তার
- মার্চ ৫, ২০২২
মানুষ সামাজিক জীব। সে কখনো একা চলতে পারে না। সকলের সাথে মিলেমিশেই আমাদের চলতে হয়। কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যখন আমাদের কিছু মানুষকে এড়িয়ে চলা বাধ্যতামূলক হয়ে পড়ে। ঠিক কখন মানুষকে এড়িয়ে চলা উচিত এই বিষয়টি অনেকে বুঝতে পারে না। আজকে তাদের জন্যই রইলো কিছু টিপস।
১। যখন বুঝতে পারবেন তিনি সারাক্ষণ নিজের গুনগানই গেয়ে যান। আপনার কথা শোনার প্রয়োজনবোধ করেন না।
২। তার নিজের অবস্থান থেকে আপনার অবস্থানকে নিচু করে দেখছেন।
৩। কোনটা প্রশংসা এবং কোনটা চাটুকারীতা সেটা আপনাকে বুঝতে হবে। ওই ব্যক্তি যদি আপনার প্রশংসা না করে চাটুকারিতা করে তখন তাকে এড়িয়ে যাবেন।
৪। তিনি যখন অন্যের বদনাম করতে শুরু করবে এবং তিনি চাচ্ছেন সেই বদনামে আপনিও তাকে সমর্থন করুন। বুঝে নিবেন এই ব্যক্তি আজ অন্যের বদনাম আপনার কাছে করছে মানে আরেক ব্যক্তির কাছে গিয়ে সে আপনার বদনামও করবে।
৫। আপনার অবস্থান এবং পরিস্থিতি না বুঝে যে আপনাকে জ্ঞান দিতে শুরু করবে তাকে বিনাবাক্য ব্যয়ে এড়িয়ে যাবেন।
আরো দেখুন : মস্তিষ্কের ক্ষতি হয় যেসব অভ্যাস...
৬। যে সব মানুষেরা একজনকে উঁচু করতে গিয়ে অন্যজনকে নিঁচু করে দেখে তাদের এড়িয়ে চলা উত্তম।
৭। জাজমেন্টাল মানুষ বরাবরই ভয়ংকর। যে কোন ধরণের জাজমেন্টাল মানুষদের এড়িয়ে চলা উচিত।
৮। কুরুচিপূর্ণ চিন্তাভাবনা করা মানুষদের কাছ থেকে যত দূরে থাকা যায় তত মঙ্গল।
৯। যিনি অন্যের ব্যক্তিগত বিষয়ে আগ্রহী তাকে যত এড়িয়ে চলা যায় ততই শান্তি।
১০। যিনি পজেটিভ বিষয়ের তুলনায় নেগেটিভ বিষয়ে বেশি আগ্রহী এবং সকলকিছুতেই নেগেটিভ কিছু না কিছু খুঁজে পান; তাদের যত এড়িয়ে চলা যাবে জীবন তত সুন্দর হবে।
সবাই ভালো থাকুন।