ইমার্জেন্সি পিল নাকি কপার-টি, কোনটি বেশি ক্ষতিকর?
- ওমেন্স কর্নার ডেস্ক
- মে ৫, ২০২২
প্রশ্নঃ ইমার্জেন্সি পিল বারবার খাওয়ার ফলে ক্ষতির সম্ভাবনা আছে? কপার-টি পরলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটা?
আরো পড়ুনঃ সহজলভ্য ফল গাব-এ পাবেন যেসব উপকার!
উত্তরঃ এক মাসিক চক্রে দু-তিনবারের বেশি ইমার্জেন্সি পিল খাওয়া ঠিক নয়। বরং জন্মনিয়ন্ত্রণ বড়ি, কপার-টি অথবা কনডম ব্যবহার করা বেশি ভালো। কপার-টি একটি নিরাপদ পদ্ধতি, এর সাথে জরায়ু ক্যান্সারের কোন সম্পর্ক নেই।