সুখী দাম্পত্য জীবনের টিপস
- কবিতা আক্তার
- মে ২৩, ২০২২
দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি দায়িত্ববোধ, সম্মান ও শ্রদ্ধা বোধ থাকা জরুরি। ছোটখাটো সমস্যা গুলোকে একসঙ্গে সামলানোর মানসিকতা থাকতে হবে। আসুন জেনে নেই কিছু টিপস...
সহমর্মিতা: বিয়ের পর প্রথমেই একজন আরেকজনকে বুঝতে হবে। কোন কোন আচরণ নিয়ে আপনার সঙ্গী কষ্ট পাচ্ছে বা পেতে পারে সেগুলো বুঝতে হবে। সঙ্গীর প্রতি দায়িত্বশীল আচরণ একে অন্যকে বুঝতে পারার পথ আরো প্রশস্ত করবে।
স্বীকৃতি: ভালো কাজের প্রাপ্য স্বীকৃতি পেতে কে না চায়। আর যদি তা সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে আসে তাহলে সেটি অনুপ্রেরণা দেয় আরো অনেক বেশি।
আরো পড়ুনঃ চুল পড়া দূর করবে ঘরোয়া তেল
ত্যাগ স্বীকারের মানসিকতা: চলার পথে চড়াই-উৎরাই আসেই। ছোটখাটো সমস্যা নিজেদের মধ্যে সমঝোতা করে না নিলে সেটা একসময় বড় হয়ে যায়।
সম্মানবোধ থাকতে হবে সম্পর্কে: ভালোবাসার পাশাপাশি সঙ্গীকে সম্মান করতে হবে অবশ্যই। কারো সামনে সঙ্গীকে উপহাস করবেন না বা সঙ্গীর বিব্রত হয় এমন আচরণ করবেন না।
আস্থা ও বিশ্বাস: বিয়ের ক্ষেত্রে একে অপরের উপর আস্থা ও বিশ্বাস ধরে রাখার চাইতে বড় কোনো শর্ত হতে পারে না। জীবনের সবচেয়ে চড়াই-উৎরাইয়ের একজন আরেকজনের উপর অফুরন্ত আস্থা রাখতে পারলেই সম্পর্ক ভালো থাকবে সবসময়।