কোন কাজগুলো আমাদের কখনো করা উচিত নয়? ( প্রথম পর্ব )
- ফারজানা আক্তার
- অক্টোবর ২৬, ২০২২
আমরা দৈনন্দিন জীবনে এমনকিছু কাজ করি যা আমাদের কখনো করা উচিত নয়। কোন কাজগুলো আমাদের কখনো করা উচিত নয় সেগুলো কয়েকটি পর্বে পোস্ট করবো। আজ থাকছে প্রথম পর্ব।
১। পিতামাতার সাথে কখনো তর্কে জড়াবে না। মনে রাখবেন উনাদের কারণেই আপনি দুনিয়ার আলো দেখতে পেয়েছেন।
২। কখনো আর্থিকভাবে অসচ্ছল এমন কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। যদি আর্থিকভাবে সাহায্য করতে না পারেন তাহলে হাসিমুখে সেটা জানিয়ে দিবেন।
৩। নিজের জীবনের নিয়ন্ত্রণ কখনোই অন্যকাউকে দিবেন না।
৪। কখনোই কারো সম্পর্কে পুরোপুরি না জেনে তাকে জাজ করতে যাবেন না। সব থেকে ভালো হয় জাজমেন্টাল না হওয়া।
৫। আপনার কঠিন সময়ে যে বা যারা সাহায্য করেছে তাদের কখনো ভুলে যাবেন না। তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। তাদের প্রয়োজনে তাদের পাশে থাকার চেষ্টা করুন।
আরো পড়ুন : সম্পর্ক টিকিয়ে রাখতে মেনে চলুন কিছু টিপস
৬। আপনার বাবা - মা যদি স্বল্পশিক্ষিত হয় তাদের নিয়ে কখনো লজ্জিত হবেন না। এই যে আপনি আজকে উচ্চশিক্ষিত হয়েছেন এর পুরো অবদান কিন্তু তাদের। দুইজন স্বল্পশিক্ষিত মানুষ মিলে আপনার মতো একজনকে উচ্চশিক্ষিত হিসেবে গড়ে তুলেছে। এখনো তাদের যোগ্যতা নিয়ে
আপনার সন্দেহ হয়?
৭। কখনো কোন কাজে আশানুরূপ ফলাফল না পেয়ে হতাশ হয়ে পড়বেন না। আশা ধরে রাখুন। আশায় জীবনকে আকর্ষণীয় করে তুলে।
৮। ক্যারিয়ারের থেকে বেশি প্রেমকে প্রাধান্য দিবেন না।
৯। কখনো অন্যের বর্ণ কিংবা বংশ নিয়ে অবজ্ঞা করবেন না।
১০। অন্যের কথায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না।