অফিসে নিজের গুরুত্ব বাড়ানোর উপায়
- কবিতা আক্তার
- অক্টোবর ২৮, ২০২২
নিজের মধ্যে এমন কিছু গুণ ও দক্ষতার প্রকাশ ঘটান যেন আত্মবিশ্বাসের পাশাপাশি বাড়ে অন্যের কাছে নিজের গুরুত্ব। চলুন জেনে নেওয়া যাক কিছু উপায়...
- কোনও বিষয়ে নিজের মতামত প্রদান করলে সে বিষয়ে অটল থাকবেন। কারোর কথা শুনে অথবা প্ররোচনায় সেই মতামত বদলে ফেলবেন না।
- গ্রুপ মিটিং গুলোতে সব সময় সক্রিয় থাকবেন। নিজের বক্তব্য স্পষ্ট করে বলবেন।
- নিজের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর জন্য সব সময় সচেষ্ট থাকবেন।
আরো পড়ুনঃ ঘরের কাজের মাধ্যমেই গড়ে তুলন আকর্ষণীয় ফিগার
- বর্তমান পরিস্থিতি, চলমান খবর সম্পর্কে হালনাগাদ থাকবেন।
- অন্যকে সাহায্য করতে পিছুপা হবেন না।
- যোগাযোগের দক্ষতা রাখবেন।
- সময়ের কাজ সময়ের মধ্যেই শেষ করুন।
- নতুন নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করুন সবসময়।