যে বিষয়গুলো অন্যের সঙ্গে শেয়ার করলে হতে পারে বিপদ!
- ওমেন্স কর্নার
- মে ১, ২০২৩
ব্যক্তিগত অনেক বিষয় আছে যা কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। যাদেরকে আপনি আপনজন ভাবেন তাদের কাছ থেকেও কিছু বিষয় লুকিয়ে রাখার চেষ্টা করুন। না হলে বিপদে পড়তে পারেন!
যদি ভুল ব্যক্তির সঙ্গে বা ভুল সময়ে কোনো ব্যক্তিগত বিষয় শেয়ার করেন তাহলে বিপদে পড়বেন আপনি। বিশেষ করে ৭ বিষয় সম্পর্কে কখনো কারও সঙ্গে আলাপ করবেন না-
স্বপ্ন ও আকাঙ্খা:
আপনার স্বপ্ন ও আকাঙ্খাগুলো কারও সঙ্গে শেয়ার করবেন না। এতে আপনি অন্যদের নেতিবাচকতা ও ঈর্ষার কারণ হতে পারেন। ফলে আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে পারে তারা। তাই নিজের আকাঙ্খা নিজের কাছে রাখাই ভালো।
আর্থিক বিষয়:
আপনার আর্থিক অবস্থা একটি সংবেদনশীল বিষয়, যা শুধু বিশ্বস্ত পরিবারের সদস্য, বন্ধু বা পেশাদারদের সঙ্গে আলোচনা করা উচিত। অপরিচিত বা পরিচিতদের সঙ্গে ভুলেও আর্থিক তথ্য শেয়ার করলে আপনি তাদের হিংসা ও ঈর্ষার কারণ হতে পারেন।
আরো পড়ুন : নিঃসঙ্গতা কাটাতে নিজেকে নিজেই ভালোবাসুন!
ব্যক্তিগত সমস্যা:
প্রত্যেকেরই ব্যক্তিগত সমস্যা আছে, তবে সবাইকে তা জানানোর প্রয়োজন নেই। যারা আপনাকে প্রযুক্তিগতভাবে সাহায্য করতে পারে না বা গসিপিং করতে পছন্দ করেন তাদের সামনে ভুলেও নিজের ব্যক্তিগত সমস্যার কথা বলবেন না। এতে আপনিই বিপদে পড়বেন ও মান সম্মান হারাবেন।
আধ্যাত্মিক বিশ্বাস:
আধ্যাত্মিক বিশ্বাসগুলো একটি ব্যক্তিগত বিষয়, যা শুধু তাদের সঙ্গেই ভাগ করা উচিত যারা খোলা মনের ও আপনার আপনজন। কূটিল মনের কারো সঙ্গে আপনার বিশ্বাস শেয়ার করবেন না ভুলেও।
ব্যক্তিগত সম্পর্ক:
অন্যদের সঙ্গে আপনার সম্পর্কের সমস্যার বিষয়ে শেয়ার করবেন না। এতে অন্যরা এ বিষয় নিয়ে কথা চালাচালি করতে পারেন, যা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে।
আরো পড়ুন : ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন যেভাবে!
গোপনীয় বিষয়:
অন্যদের সঙ্গে নিজের গোপনীয়তার বিষয়ে শেয়ার করবেন না। আপনি আপন ভেবে কারও সঙ্গে কোনো গোপন বিষয় শেয়ার করলে দেখা যাবে সুযোগ বুঝে ওই ব্যক্তি আপনার অমঙ্গল ডেকে আনবে। তাই সতর্ক থাকুন।
স্বাস্থ্য সমস্যা:
নিজের স্বাস্থ্যবিষয়ক কোনো সমস্যার কথা একান্ত আপনজন ছাড়া বাইরের কাউকে না জানানোই ভালো। অন্যদের সঙ্গে এ বিষয় শেয়ার করলে অযাচিত পরামর্শেআপনাকে আরও বেশি চাপের দিকে নিয়ে যেতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া