কীভাবে একজন ভালো মানুষ হওয়া যায়?
- ফারজানা আক্তার
- জুন ৯, ২০২৩
'ভালো' শব্দটা আসলে আপেক্ষিক। একজনের কাছে যা ভালো, অন্য আরেকজনের কাছে তা মন্দ হতে পারে। তবে, কিছু নির্দিষ্ট গুণাবলী রয়েছে যেগুলো থাকলে সমাজের প্যারামিটারে আপনি একজন ভালো মানুষ হিসেবে বিবেচিত হবেন এবং আপনাকে কেউ পছন্দ কিংবা না করুক; আপনার দ্বারা কারো কখনো ক্ষতি হবে না; বরং উপকৃত হবে।
জেনে নিন নির্দিষ্ট সেই গুণাবলী সম্পর্কে-
১। পরিস্থিতি যাই হোক বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহ বজায় রাখুন।
২। আপনার নিজের মতামতের সাথে অন্যের মতামত এবং অভিব্যক্তি না মিললেও অন্যের মতামত এবং অভিব্যক্তিকে সম্মান করুন।
৩। নিজের সামর্থ্য অনুযায়ী অন্যদের সহযোগিতা করুন এবং সবসময় অন্যের প্রতি দয়াশীল থাকুন।
৪। আপনাকে যারা ভালোবাসে, পছন্দ করে, গুরুত্ব দেয়; তাঁদেরকেও আপনি সমান গুরুত্ব দিন, ভালোবাসুন, আপনার পছন্দের টপ লিস্টে তাঁদের রাখুন।
আরো পড়ুন:
আপনার মন আপনাকে কন্ট্রোল করে, নাকি আপনি মনকে ?
কর্মক্ষেত্রে সফল নারীদের জীবনে ডিভোর্স কেন বেশি ?
স্বামীর নির্যাতন বনাম সমাজের অত্যাচার।
৫। মুখে কিছু বলার থেকে সেটা করে দেখানোতে গুরুত্ব দিন। যেমন অনেক মানুষ রয়েছে তাঁরা শুধু মুখেই বড় বড় বুলি দেয়, কিন্তু কাজের কাজ কিছু করে না। আপনি বরং মুখে বড় বড় কথা বলার থেকে ছোট ছোট ভালো কাজ করুন। আপনার করা ছোট ছোট ভালো কাজগুলো একত্রিত হয়ে বিশাল আকৃতির রূপ ধারণ করবে।
৬। সবসময় নিজেকে জ্ঞানের চর্চায় এবং প্রশিক্ষণে রাখুন। গতকাল আপনি যতটা ভালো ছিলেন, আজ তাঁর থেকেও আরো বেটার হওয়ার চেষ্টা করুন। কেউ কখনো বেস্ট হতে পারে না। তবে সবসময় নিজেকে সর্বোচ্চ বেটার অবস্থানে রাখার চেষ্টা করতে হবে।
সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো।