মেডিটেশনের যত উপকারিতা

  • কবিতা আক্তার
  • জুন ২৩, ২০২৩

মেডিটেশন বা ধ্যানে মেলে মানসিক প্রশান্তি এটা কম বেশি সবাই জানি আমরা। এছাড়া আরো নানাভাবে জীবনে ইতিবাচক পরিবর্তন আনে মেডিটেশন। মনের পাশাপাশি শরীর ও ভালো থাকে নিয়মিত ধ্যান চর্চা করলে।

চলুন জেনে নেওয়া যাক মেডিটেশনের কিছু উপকারিতা-

- দুশ্চিন্তা কিংবা উদ্বেগ দূর করতে দারুন কার্যকর মেডিটেশন।

- দূর করে বিষন্নতা।

আরো পড়ুনঃ ডিপ্রেশন কমাবেন যেসব উপায়ে!

- নিজের সঙ্গে নিজের সম্পর্ক ভালো হয় পক্ষান্তরে নিজেকে বুঝতে পারা সহজ হয়।

- একাগ্রতা বাড়ায় ধ্যান। এতে কাজে মনোনিবেশ করা সহজ হয়।

- নেতিবাচক চিন্তা দূর করতে সহায়তা করে।

আরো পড়ুনঃ নিঃসঙ্গতা কাটাতে নিজেকে নিজেই ভালোবাসুন!

- সহনশীলতা বাড়ায় মেডিটেশন।

- নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ আনা শেখাতে সাহায্য করে।

- প্রশান্তি ময় ঘুমে ভূমিকা রাখে মেডিটেশন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment