নিজের মূল্য বাড়ানোর উপায় জেনে নিন
- ফারজানা আক্তার
- সেপ্টেম্বর ২৬, ২০২৩
একবার একলোক একটি সেমিনারে গেলো। নিজের কথা শুরু করার আগে তিনি ২০ ডলারের একটি নোট উপস্থিত সকলকে দেখিয়ে বললেন, ' এই ডলারটি কে পেতে চান?' উপস্থিত সকলে হাত তুলে জানালো সবাই ২০ ডলারের নোটটি পেতে চায়।
লোকটি তখন নোটটি দু হাতের তালুতে নিয়ে কচলিয়ে আবার সবার সামনে মেলে ধরে জিজ্ঞেস করলেন, 'এখন কে কে এই নোটটি পেতে চান?' আবারো সবাই একইভাবে হাত তুললো। এখনো সবাই নোটটি পেতে চায়।
তিনি তখন মাটিতে নোটটি ফেলে কাঁদামাটি মাখিয়ে আবার নোটটি সকলের সামনে মেলে ধরে জিজ্ঞেস করলেন, 'এখন কে কে এই নোটটি পেতে চান?' এখনো সবাই একইভাবে হাত তুললো। সবাই পেতে চায় নোটটি।
আরো পড়ুন: ডিভোর্স কখন প্রয়োজন, আর কখন বিলাসিতা?
লোকটি তখন হেসে বললেন, এই নোটটির সাথে আমি যতকিছুই করি না কেন এর মূল্য কখনো কমবে না। সবাই একে সব অবস্থায় পেতে চাইবে।
আপনারা কেন নিজেদের এই নোটটির মতো মূল্যবান করে তৈরী করছেন না? কেন অল্প একটু বাঁধা-বিপত্তি আসলে হাল ছেড়ে দিচ্ছেন? হতাশ হয়ে পড়ছেন?
এই গল্প থেকে কী শিখলাম - আপনার জীবনে যত ধরণের বাঁধা-বিপত্তি, প্রতিকূলতা যাই আসুক না কেন আপনি নিজের মতো করে লড়াই করে যাবেন। নিজের স্বপ্ন পূরণের পথে কাউকে বাঁধা হয়ে দাঁড়াতে দিবেন না। জীবনে ঝড়-ঝাপ্টা, চ্যালেঞ্জ আসবে আবার চলেও যাবে। আপনি বরাবরের মতো মাথা উঁচু করে লড়াই করে যাবেন। দিনশেষে জয় আপনারই হবে ইনশাআল্লাহ।