আপনার সমস্যাকেই সমাধানের হাতিয়ার বানিয়ে নিন

  • ফারজানা আক্তার 
  • সেপ্টেম্বর ২৬, ২০২৩

একবার এক লোকের একটি গাধা গর্তে পড়ে যায়। লোকটি অনেক চেষ্টা করে গাধাটিকে উপরে তোলার, কিন্তু সফল হয়নি। তখন অনেক ভাবনা - চিন্তা করে লোকটি সিদ্ধান্ত নেয় গাধাটিকে জীবন্ত মাটি চাপা দিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। তিনি গর্তে পানি ফেলতে শুরু করেন। লোকটি যতবার গর্তে মাটি ফেলেন গাধাটি ততবার লাফ দিয়ে দিয়ে উঁচু জায়গাটিতে উঠে পড়ে। এইভাবে এক সময় দেখা যায় গর্তটি মাটি দিয়ে ভরাট হয়ে যায় এবং গাধাটিও উপরে উঠে আসে। 

আরো পড়ুন:

কাউকে জাজ করার আগে তাঁর গল্পটি জেনে নিন

বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন? তবে এই গল্পটি আপনার জন্য

কঠিন পরিস্থিতিতে কীভাবে আউট অফ দ্য বক্স চিন্তা করবেন?

আমাদের জীবনে সমস্যা থাকবে এটিই স্বাভাবিক। সমস্যা আসলে হতাশ না হয়ে, হাল ছেড়ে না দিয়ে সেই সমস্যাকেই সমাধানের হাতিয়ার বানিয়ে নিতে হবে।

ধন্যবাদ।  

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment