প্রেমে পড়ার চেয়ে প্রেম টিকিয়ে রাখা কঠিন এই ৭ কারণে

  • ওমেন্স কর্নার
  • জুন ৩, ২০২৪

তিথি ও হিমু প্রেমে পড়েছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। দুইজন ছিলেন একই ব্যাচে। তাদের প্রেমের কথা চর্চিত হতো সবার মুখে মুখে। কিন্তু বছর না ঘুরতেই তাদের সম্পর্কে দেখা দিলো ফাটল। প্রেমের সম্পর্ক ধরে রাখা কঠিন কেন জানেন? 

আসলে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চলমান প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি প্রয়োজন। প্রয়োজন ধৈর্য্য ধরে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার। যে কোনও এক পক্ষ যদি প্রতিশ্রুতি কিংবা প্রচেষ্টা ভঙ্গ করে, তবে সেই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। 

সময়ের সাথে সাথে একটি নতুন সম্পর্কের উত্তেজনা এবং অভিনবত্ব ম্লান হতে পারে। অন্যের অনুভূতিকে মঞ্জুর করে নেওয়ার ঘটনাও ঘটে কোনও কোনও পর্যায়ে। ফলে সম্পর্কের স্ফুলিঙ্গকে নিভে যায় ধীরে ধীরে। 

আরো পড়ুন:
কর্মক্ষেত্রে একাকিত্ব বোধ করেন? নিজেকে চাঙ্গা রাখার সহজ উপায়
দাম্পত্য জীবনে আপনি কি অসুখী? সমাধান করুন ৭ উপায়ে
১০টি কার্যকরী উপায়ে আপনার মানসিক চাপ কমান 
বিয়ে করতে যাচ্ছেন? এই ৫ বিষয়ে আলোচনা করে নিন

যে কোনও সুস্থ সম্পর্ক বজায় রাখার জন্য কার্যকর যোগাযোগ চাবিকাঠি। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ভুল বোঝাবুঝি এবং ভুল যোগাযোগ তৈরি হতে পারে, যা একসঙ্গে থাকাকে কঠিন করে তোলে।

দুজন মানুষের মধ্যে মতপার্থক্য থাকেই। প্রেমের শুরুতে এগুলো চোখে না পড়লেও সময় যত গড়ায়, এসব পার্থক্য মেনে নেওয়ার বিষয়টি তত কঠিন হয়ে যায়।

কাজের চাপ, আর্থিক উদ্বেগ এবং পারিবারিক দায়িত্বের মতো বাহ্যিক কারণগুলো কখনও কখনও একজন ব্যক্তির জীবনের কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে। এটি একটি সম্পর্কের উপর চাপ সৃষ্টি করে। ফলে সম্পর্ক টিকিয়ে রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়ে।

অতীতের অভিজ্ঞতা এবং অমীমাংসিত সমস্যাগুলো একটি সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কখনও কখনও বিষয়টি দুজনের মধ্যে মানসিক বাধা এবং বিশ্বাসের সমস্যা তৈরি করে। 

অনেক সময় সম্পর্ক এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের সাধিনতা ও স্বতন্ত্র পরিচয় হারিয়ে যেতে থাকে। ব্যক্তিগত জায়গা কমে যেতে থাকে। ফলে সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। 

পোস্ট ক্রেডিট: বাংলা ট্রিবিউন 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment