এই ৫ কথা প্রকাশ্যে না বলাই ভালো

  • ওমেন্স কর্নার
  • জুলাই ১৮, ২০২৪

আপন ভেবে সহকর্মীর সঙ্গে সুখদুঃখের গল্প করলেন। কিন্তু কিছুদিন পর দেখলেই সেই গল্পই বরং আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে! কারণ অনেকেই গোপন কথা গোপনে রাখতে পারেন না। একজনের কথা অন্যজনকে বলে দিলে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে। তাই কিছু কথা প্রকাশ্যে না আনাই ভালো। জেনে নিন কোন কোন বিষয় অন্যের সঙ্গে শেয়ার না করাই বিচক্ষণতার লক্ষণ। 

  • নিজের আর্থিক পরিকল্পনার কথা কাউকেই জানাবেন না। ব্যাংকে সঞ্চয়ের পরিমাণ কত, কিংবা কত টাকার বিমা করিয়েছেন এগুলো সবার সঙ্গে আলোচনা করার বিষয় না। এই ধরনের সংবেদনশীল তথ্য অন্যদের মধ্যে ছড়িয়ে পড়লে নানা ধরনের ঝুঁকিতে পড়ে যেতে পারেন আপনি নিজেই। 
  • কেউ বিশ্বাস করে আপনাকে কিছু জানালে সেটা অন্য কাউকে না জানানোই ভালো। এতে বিশ্বাসভঙ্গ হয়। কারোর বিশ্বাস ভাঙলে সে তো বটেই, অন্যরাও আপনাকে বিশ্বাস করার আগে দুইবার চিন্তা করবে। 
আরো পড়ুন:
সঙ্গীর সঙ্গে যে ৭টি বিষয় নিয়ে কথা না বললে নিজেরই ক্ষতি করবেন
বিয়ের অনেক বছর পরও কেন বিচ্ছেদ হয়
সন্তানকে কেন অভাব শেখাবেন? জানুন বিস্তারিত 
বিয়ে বা জন্মদিনের তারিখ ভুলে গেলে কী করবেন
  • নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। এতে বিভিন্ন পরামর্শের ভিড়ে নিজের পরিকল্পনা হারিয়ে যেতে পারে। লক্ষ্যে পৌছে তারপরেও সবাইকে লক্ষ্যের বিষয়ে বিস্তারিত জানান। 
  • সোশ্যাল মিডিয়া, মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য কখনও অন্যকে বলতে যাবেন না। এগুলো লিখে রাখলেও সেটা নিজের কাছে রাখুন। 
  • ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শ ব্যক্তি হিসেবে ভিন্ন হতে পারে। তাই এ ধরনের বিষয়ে নিজের মতামত নিজের কাছে রাখলেই ভালো করবেন। 
পোস্ট ক্রেডিট: বাংলা ট্রিবিউন 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment